চিনে প্রথম ভার্টিক্যাল ফরেস্ট চালু হবে ২০১৮-র মধ্যে। নাম দেওয়া হয়েছে নানজিং টাওয়ার্স।
প্রত্যেকটি টাওয়ারের উচ্চতা ৬৫৬ ফুট এবং ৩৫৪ ফুট।
এক একটি টাওয়ারে লাগানো হয়েছে ১ হাজারটি গাছ, আড়াই হাজার ঝোপ এবং ২৩ ধরনের স্থানীয় গাছ।
নানজিং টাওয়ার চালু হলে এই গাছগুলি প্রতিদিন ৬০ কেজি অক্সিজেন দেবে বলে দাবি বিশেষজ্ঞদের।
এই বহুতলগুলিতে থাকছে অফিস, স্কুল, মিউজিয়াম, রুফটপ সুইমিং পুল এবং ২৪৭টি হোটেল রুম। এ ছাড়া আকাশছোঁয়া সবুজ বাগানের অনবদ্য দৃশ্য উপভোগ করা যাবে টাওয়ারের প্রত্যেকটি ব্যালকনি থেকে।
নানজিং টাওয়ারের আগে এই ধরনের বিল্ডিং তৈরি হয়েছে সুইত্জারল্যান্ডের মিলান এবং লসেনে।
এই ধরনের বিল্ডিংয়ের ডিজাইন করেছেন ইতালিয়ান আর্কিটেক্ট স্টেফানো বোয়েরি।
বিশ্বের সর্বত্রই তৈরি হচ্ছে আকাশছোঁয়া বহুতল। যে ভাবে পৃথিবীতে দূষণ বাড়ছে, উষ্ণায়ণ থেকে বাঁচতে এই ধরনের ভার্টিক্যাল ফরেস্ট-ই ভবিষ্যতের বিকল্প বলে মনে করছেন প্রকৃতিবিদরা।