Vertical Forest

দূষণ সামলাতে বহুতল অরণ্য বানাচ্ছে চিন

উষ্ণায়ণের যুগে এটাই হয়তো বিকল্প উপায় হতে চলেছে। ভার্টিক্যাল ফরেস্ট। মানে আকাশ ছোঁয়া বিল্ডিংয়ের খাঁজে খাঁজে সবুজের সম্ভার। এক দিকে নির্বিচারে জঙ্গল সাফ করে তৈরি হবে বহুতল। আর সেই বহুতলের কোলেই ফিরিয়ে আনা হবে প্রকৃতিকে! অদ্ভুত তাই না! এমন ভার্টিক্যাল ফরেস্টের নির্দশন দেখা যাবে চিনের নানজিং-এ।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১১
Share:
০১ ০৮

চিনে প্রথম ভার্টিক্যাল ফরেস্ট চালু হবে ২০১৮-র মধ্যে। নাম দেওয়া হয়েছে নানজিং টাওয়ার্স।

০২ ০৮

প্রত্যেকটি টাওয়ারের উচ্চতা ৬৫৬ ফুট এবং ৩৫৪ ফুট।

Advertisement
০৩ ০৮

এক একটি টাওয়ারে লাগানো হয়েছে ১ হাজারটি গাছ, আড়াই হাজার ঝোপ এবং ২৩ ধরনের স্থানীয় গাছ।

০৪ ০৮

নানজিং টাওয়ার চালু হলে এই গাছগুলি প্রতিদিন ৬০ কেজি অক্সিজেন দেবে বলে দাবি বিশেষজ্ঞদের।

০৫ ০৮

এই বহুতলগুলিতে থাকছে অফিস, স্কুল, মিউজিয়াম, রুফটপ সুইমিং পুল এবং ২৪৭টি হোটেল রুম। এ ছাড়া আকাশছোঁয়া সবুজ বাগানের অনবদ্য দৃশ্য উপভোগ করা যাবে টাওয়ারের প্রত্যেকটি ব্যালকনি থেকে।

০৬ ০৮

নানজিং টাওয়ারের আগে এই ধরনের বিল্ডিং তৈরি হয়েছে সুইত্জারল্যান্ডের মিলান এবং লসেনে।

০৭ ০৮

এই ধরনের বিল্ডিংয়ের ডিজাইন করেছেন ইতালিয়ান আর্কিটেক্ট স্টেফানো বোয়েরি।

০৮ ০৮

বিশ্বের সর্বত্রই তৈরি হচ্ছে আকাশছোঁয়া বহুতল। যে ভাবে পৃথিবীতে দূষণ বাড়ছে, উষ্ণায়ণ থেকে বাঁচতে এই ধরনের ভার্টিক্যাল ফরেস্ট-ই ভবিষ্যতের বিকল্প বলে মনে করছেন প্রকৃতিবিদরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement