Fire at Flight

আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন! কলোরাডো যাচ্ছিল ১৭৮ জন যাত্রী নিয়ে, তার পর?

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমানটি কলোরাডো থেকে নির্ধারিত সময়েই ছেড়েছিল। কিন্তু মাঝ আকাশেই বিমানের ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১০:১২
Share:
ডেনভার বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। ছবি: সংগৃহীত।

ডেনভার বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। ছবি: সংগৃহীত।

মাঝ আকাশেই আগেই আগুন ধরে গেল আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে। ১৭৮ জন যাত্রী নিয়ে বিমানটি কলোরাডো থেকে ডালাসে যাচ্ছিল। কিন্তু বিমানের ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় সেটিকে জরুরি ভিত্তিতে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়। তার পর যাত্রীদের উদ্ধার করা হয়।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমানটি কলোরাডো থেকে নির্ধারিত সময়েই ছেড়েছিল। কিন্তু মাঝ আকাশেই বিমানের ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে থাকে। তার পর আগুন ধরে যায়। এই পরিস্থিতিতে পাইলট কাছাকাছি ডেনভার বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান। বিমানটিকে নামার অনুমতি দেওয়া হয়। আগে থেকেই বিমানবন্দরে দমকল এবং উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছিল। ফলে বিমানটি অবতরণ করতেই যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিরাপদে বার করে আনা হয়। তার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।

বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, সকল যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে সময়মতো ব্যবস্থা না নিলে বড়সড় বিপদ ঘটতে পারত। গত জানুয়ারিতে ওয়াশিংটন বিমানবন্দরের কাছে সেনার হেলিকপ্টারের সঙ্গে যাত্রিবাহী বিমানের সংঘর্ষ হয়। বিমান এবং হেলিকপ্টারটি পটোম্যাক নদীতে ভেঙে পড়ে। সেই ঘটনায় বিমানের ৬৭ জন যাত্রীর মৃত্যু হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement