(বাঁ দিকে), ক্রিস্টোফার রে, জো বাইডেন (ডান দিকে) —ফাইল চিত্র।
পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন আমেরিকার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর ডিরেক্টর ক্রিস্টোফার রে। বুধবার ক্রিস্টোফার জানিয়েছেন, জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেই গোয়েন্দাপ্রধানের পদ ছাড়তে চান তিনি।
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে বাইডেনের মেয়াদ শেষ হচ্ছে। দায়িত্ব নিতে চলেছেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এই আবহে এফবিআই প্রধানের সরে যাওয়ার বার্তা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। ঘটনাচক্রে, আমেরিকার প্রেসিডেন্ট পদে ট্রাম্পের প্রথম দফায় এফবিআই ডিরেক্টের হিসেবে নিযুক্ত হয়েছিলেন ক্রিস্টোফার। ২০১৭ সালের মে মাসে।
বাইডেনের জমানাতেও গত চার বছর ধরে ওই পদে বহাল ছিলেন তিনি। কিন্তু ট্রাম্প ইতিমধ্যেই এফবিআইয়ের পরবর্তী ডিরেক্টর হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ (কাশ) পটেলের নাম ঘোষণা করেছেন। তাই আনুষ্ঠানিক অপসারণের অপেক্ষা না-করে ক্রিস্টোফার ইস্তফার আগাম ঘোষণা করলেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, পরবর্তী এফবিআই ডিরেক্টর কাশ প্রাক্তন আইনজীবী। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম কার্যকালের সময় প্রতিরক্ষা মন্ত্রকের চিফ অফ স্টাফ, ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর ডেপুটি ডিরেক্টর এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সন্ত্রাসদমন দফতরের সিনিয়র ডিরেক্টরের দায়িত্ব সামলেছিলেন তিনি।