সুরিনামে এক বাক্স বলিউড

সম্প্রতি সুরিনামে গিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সে দেশের প্রেসিডেন্ট বইতেরসের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় কোবিন্দ জানতে পারেন বলিউডের প্রতি তাঁর দুর্বলতার কথা। নিজের শৈশবের গ্রাম ভারতীয় রাষ্ট্রপতিকে ঘুরিয়ে দেখান বইতেরসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮ ০৩:০৩
Share:

রাম বলরাম, বাগবান, সত্তা পে সত্তা-সহ পঞ্চাশটি বলিউডের ছবির ডিভিডি সম্বলিত একটি সুদৃশ্য বাক্স তৈরি করেছে বিদেশ মন্ত্রক! খুব শীঘ্রই তা পাঠানো হবে দক্ষিণ আমেরিকার দেশ সুরিনামের প্রেসিডেন্ট দেইসি বইতেরসে-র কাছে। ওই বাক্সটিতে থাকবে পুরনো হিন্দি ছবির পোস্টার, বই, ছবি–সহ নানা সামগ্রী।

Advertisement

সম্প্রতি সুরিনামে গিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সে দেশের প্রেসিডেন্ট বইতেরসের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় কোবিন্দ জানতে পারেন বলিউডের প্রতি তাঁর দুর্বলতার কথা। নিজের শৈশবের গ্রাম ভারতীয় রাষ্ট্রপতিকে ঘুরিয়ে দেখান বইতেরসে। জনিয়েছেলেন, বাড়তি দাম দিয়ে টিকিট কেটেও অমিতাভ বচ্চনের ছবি দেখতেন তিনি। কোবিন্দ ফিরে আসার পরে সিদ্ধান্ত হয়, বইতেরসে-কে বাক্স সাজিয়ে পাঠানো হবে বলিউডি উপহার! যা ভারতীয় কূটনীতির সেরা ‘সফট পাওয়ার’ হিসেবে স্বীকৃত।

সুরিনামে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখের কাছাকাছি যা কিনা ওই রাষ্ট্রের মোট জনসংখ্যার ২৭ শতাংশ। ১৪৫ বছর আগে ৩৪ হাজার ভারতীয় ভাগ্যান্বেষণে জাহাজে করে পাড়ি দিয়েছিলেন ওই দেশে। সুরিনামে আখ, তুলো চাষে দাসপ্রথা বিলুপ্ত হওয়ার পরই এই যাত্রায় সামিল হয়েছিলেন মূলত ভোজপুরি ভাষাভাষী মানুষ। সুরিনামি ভাষায় ভোজপুরিও মিশে গিয়েছে কালক্রমে। কিন্তু তাঁদের বংশোদ্ভূত আজকের প্রজন্ম ভোজপুরি ভাষার সিনেমা বা গান ভুলে গিয়েছেন! সেখানে এখন রাজত্ব করছে শুধুই বলিউড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement