কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণে হত ১, আহত ৪

বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। সোমবার সকালে রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের প্রবেশপথে ঘটে এই বিস্ফোরণ। এই হামলায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গুরুতর আহত হয়েছেন চার জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ১০:২০
Share:

বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। সোমবার সকালে রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের প্রবেশপথে ঘটে এই বিস্ফোরণ। এই হামলায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গুরুতর আহত হয়েছেন চার জন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ হাওয়া শিনাসি এলাকায় বোমা বিস্ফোরণ হয়। হামিদ কারজাই বিমানবন্দরের পূর্ব দিকের প্রবেশপথের বাইরে রাস্তায় একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি। বিদেশি বাহিনীর কনভয়ের উপর হামলা চালানোই ওই জঙ্গির লক্ষ্য ছিল। তাই দিনের ব্যস্ত সময়কেই বেছে নেওয়া হয় বলে সন্দেহ গোয়েন্দাদের। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement