জার্মানিতে আত্মঘাতী বিস্ফোরণ, আহত ১৫

মিউনিখ হামলার ক্ষত না মেলাতেই ফের হামলা হল জার্মানির বাভেরিয়ায়। এ বার নিশানায় আনসবাখ শহর। রবিবার রাতে শহরের একটি মুক্তমঞ্চে চলছিল জমজমাট সঙ্গীত অনুষ্ঠান।

Advertisement

সংবাদ সংস্থা

আনসবাখ শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৬ ০২:৪৯
Share:

মিউনিখ হামলার ক্ষত না মেলাতেই ফের হামলা হল জার্মানির বাভেরিয়ায়। এ বার নিশানায় আনসবাখ শহর। রবিবার রাতে শহরের একটি মুক্তমঞ্চে চলছিল জমজমাট সঙ্গীত অনুষ্ঠান। সেই সময়েই মঞ্চের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক সিরীয় শরণার্থী যুবক। বিস্ফোরণে আহত ১৫। হামলাকারীর নাম প্রকাশ করেনি পুলিশ। হামলার দায় নিয়েছে আইএস। পুলিশ জানাচ্ছে, মিউনিখ কাণ্ড বাদ দিলে গত দশ দিনে জার্মানিতে একের পর হামলায় নাম জড়িয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশগুলি থেকে আসা শরণার্থীদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘দেশে আশ্রয়ের খোঁজে আসছেন এক দল মানুষ। আর তাঁদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ দেশেরই বাসিন্দারা। শরণার্থীদের এই হিংসা বন্ধ করার সব রকম চেষ্টা করব’’।

Advertisement

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত দশটা নাগাদ অনুষ্ঠান মঞ্চের বাইরে ব্যাকপ্যাক কাধে ঘুরঘুর করতে দেখা যায় এক সন্দেহজনক ব্যক্তিকে। ভিতরে তখন প্রায় হাজার পঁচিশেক দর্শক। টিকিট না থাকায় ওই ব্যক্তিকে ভিতরে ঢুকতে দেননি নিরাপত্তারক্ষীরা। তখন সে কিছুটা দূরে একটি রেস্তোরাঁয় গিয়ে বসে। এর আধ ঘণ্টার মধ্যে ঘটে বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে ফাঁকা করে দেওয়া হয় এলাকাটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement