সমুদ্রের অভ্যন্তরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল গ্রাফিক : শৌভিক দেবনাথ
ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। কেঁপে উঠল ফ্লোরেস দ্বীপের উপকূলবর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪। শক্তিশালী এই কম্পনের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ফ্লোরেস দ্বীপের থেকে ১৮ কিলোমিটার দূরে সমুদ্রের অভ্যন্তরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ফলে, যে কোনও সময় সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ বছর মে মাসেও ভূমিকম্পে কেঁপেছিল উত্তর-পশ্চিম ইন্দোনেশিয়ার উপকূলবর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬। এর আগে ২০০৪ সালে তীব্র ভূমিকম্পের ফলে সুনামি আছড়ে পড়ে সুমাত্রায়। প্রায় আড়াই লক্ষ মানুষ মারা যান।