Earthquake

নিউ ইয়র্কে ভূমিকম্প, মৃদু কম্পন নিউ জার্সি-সহ আমেরিকার বিভিন্ন স্থানে, হতাহতের খবর নেই

শুধু নিউ ইয়র্কই নয়, নিউ জার্সি, পেনসিলভেনিয়াতেও কম্পন অনুভূত হয়েছে। তবে নিউ ইয়র্কের মতো অতো জোরাল নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ২০:৫১
Share:

—প্রতীকী চিত্র।

গত জানুয়ারি মাসেই মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল আমেরিকার নিউ ইয়র্ক। শুক্রবার আমেরিকার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ আবার কম্পন অনুভূত হল সেখানে। ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে একের পর এক আকাশচুম্বী আবাসন। সমাজমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা পোস্ট করতে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৮।

Advertisement

শুধু নিউ ইয়র্কই নয়, নিউ জার্সি, পেনসিলভেনিয়াতেও কম্পন অনুভূত হয়েছে। তবে নিউ ইয়র্কের মতো অতো জোরাল নয়। আমেরিকার ভূতাত্ত্বিক সংস্থা জানাচ্ছে, নিউ জার্সি থেকে প্রায় ৩৮ মাইল দূরে ভূমিকম্পের উৎসস্থল। তবে ভূমিকম্পের জেরে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। প্রশাসন ইতিমধ্যে কাজে নেমে পড়েছে। বাল্টিমোর, নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন।

চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় বার কেঁপে উঠল নিউ ইয়র্ক। এর আগে গত জানুয়ারিতে ১.৭ মাত্রার ভূমিকম্পন হয়। সে বার কুইন্সের অ্যাস্টোরিয়া সেকশনের কাছে ভূমিকম্পের উৎসস্থল। তবে সে বারও প্রাণহানি বা সম্পত্তির কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement