— প্রতিনিধিত্বমূলক চিত্র।
জাপানে আবার ভূমিকম্প। ওই একই জায়গায়। এ বার কম্পনের মাত্রা ৬.০। তবে সুনামির সতর্কতা এখনও জারি করেনি জাপান সরকার। জানিয়েছে সংবাদ মাধ্যম এএফপি। জাপানের ভূমিকম্প সংক্রান্ত সংস্থা জানিয়েছে, ১ জানুয়ারি মধ্য জাপানের যেখানে ভূমিকম্প হয়েছিল, সেই অংশই আবার কেঁপে উঠেছে।
বছরের প্রথম দিন জাপানে যে ভূমিকম্প হয়েছিল, তার কম্পনের মাত্রা ছিল ৭.৫। ভূমিকম্পটির কেন্দ্র ছিল হনসু দ্বীপের ইশিকাওয়া। তার জেরে আছড়ে পড়েছিল ভয়াবহ সুনামি। দেশের পশ্চিম উপকূল সংলগ্ন একাধিক শহরে ফুঁসে উঠেছিল সমুদ্র। কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা চার ফুট পর্যন্ত উঠেছিল।
নোটো পেনিনসুলায় দুমড়ে মুচড়ে গিয়েছিল বেশ কিছু বহুতল। মারা গিয়েছিলেন অন্তত ২০০ জন। শহরগুলির মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের নিরিখে এগিয়ে ছিল ওয়াজিমা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, জনহীন দ্বীপ এবং প্রত্যন্ত এলাকায় এখনও আটকে রয়েছেন প্রায় সাড়ে তিন হাজার জন। তাঁদের উদ্ধারের কাজ চলছে। এর মধ্যেই নতুন করে কেঁপে উঠল জাপান। এখনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।