—প্রতিনিধিত্বমূলক ছবি।
নিউ জার্সিতে বসে শুনি কলকাতায় দুর্গাপুজো উপলক্ষে কত রকম থিমের পুজো হচ্ছে। এখানে তো সে রকম কিছু হয় না। মণ্ডপ তৈরি করে শুধু পুজো হয়। তাই এ বার আমরা ঠিক করছিলাম ছোট করে হলেও কিছু একটা ‘থিম’ করা হবে। হয় তো কলকাতার পুজোয় যেমন নিখুত ‘থিমের পুজো’ হয়, সে রকম হবে না। তবু একবার চেষ্টা করেই দেখা যাক না।
কলকাতা বলতেই মনে পড়ে হলুদ ট্যাক্সি, ট্রাম, টানা রিকশা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ। সে সবেরই কাট আউট করা হচ্ছে থার্মোকল, কাগজ, এ ধরনের নানা সামগ্রী দিয়ে। একই ভাবে তৈরি হয়েছে দুর্গামূর্তি।
এ প্রজন্মের ছেলেমেয়েদের এই দু’টো দিন কাটে শিকড়ের খোঁজে। নিউ জার্সিতের যে কয়েকটি পুজো হয়, সব ক’টি মিলিয়ে যেন এক বিশাল পুনর্মিলন উৎসব। তাই সারা বছর অপেক্ষায় থাকা এই দিনগুলোর।