অপারেশনের পর চিকিৎসকের সঙ্গে ওই ব্যক্তি। ছবি টুইটার থেকে সংগৃহীত।
গিয়েছিলেন মদ খেতে। গলা পর্যন্ত মদ খেয়ে আরঠিক থাকতে না পেয়ে বমি করে ফেলেছিলেন। বমির সঙ্গেই বেরিয়ে এসেছিল মাংসপিণ্ড। কোনও প্রত্যঙ্গ বেরিয়ে এসেছে ভেবে ভয় পেয়ে বমিতে মাখামাখি ওই মাংসপিণ্ড ফের গিলে খেয়ে নেন ওই ব্যক্তি। সম্প্রতি এমনই ঘটনার সাক্ষী থাকল চিনের একটি রেস্তোরাঁ।
তবে ‘প্রত্যঙ্গ’ ভেবে খেয়ে ফেলা ওই বস্তুটি আসলে এক ধরনের টিউমার। ওই ব্যক্তি অনেক দিন ধরেই শক্ত খাবার খেতে গেলে গলায় ব্যথা অনুভব করছিলেন। কিন্তু তিনি সেই অসুবিধাকে খুব একটা গুরুত্ব দেননি। তবে এই ঘটনার পর তিনি রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন।
বমিমাখা সেই টিউমার জল দিয়ে গিলে খেয়ে তিনি ছুটে যান হাসপাতালে। সেখানে গিয়ে এন্ডোস্কপি করার পরই পরিষ্কার হয় বিষয়টি।চিকিৎসকরা জানান, ওই মাংসপিণ্ড আসলে খাদ্যনালীতে তৈরি হওয়া ফাইব্রোমা টিউমার। চিকিৎসকরা ওই ব্যক্তির অপারেশন করে টিউমারটি বাদ দিয়েছেন। টিউমারটি প্রায় ১৫ সেমি লম্বা ও ৪ সেমি লম্বা। এত বড় একটা টিউমার ওই ব্যক্তি কী করে গিলে ফেললেন তা নিয়ে বিষ্ময় কাটছে না চিকিৎসকদেরও।
আরও পড়ুন: সব চেয়ে বেশিবার এভারেস্টের শিখরে উঠেছেন এই ব্যক্তি