US Presidential Election 2024

‘পুনরাবৃত্তি করবেন না বাইডেনের ভুলের, বন্ধ করুন ইজ়রায়েলকে সমর্থন’, ট্রাম্পকে বার্তা দিল হামাস

বুধবার আমেরিকার প্রেসিডেন্ট ও আইনসভার নির্বাচনে বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির ভরাডুবি এবং ট্রাম্পের রিপাবলিকান পার্টির জয়ের পরেই পশ্চিম এশিয়া থেকে এসেছে ওই বার্তা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ২৩:১১
Share:

ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

জো বাইডেনের ‘ভুলের পুনরাবৃত্তি’ না করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিল প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার আমেরিকার প্রেসিডেন্ট ও আইনসভার নির্বাচনে বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির ভরাডুবি এবং ট্রাম্পের রিপাবলিকান পার্টির জয়ের পরেই পশ্চিম এশিয়া থেকে এসেছে ওই বার্তা।

Advertisement

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বুধবার বলেন, ‘‘বাইডেনের আমলে অন্ধ ভাবে আমেরিকা সমর্থন করেছে ইজ়রায়েলকে। গাজ়া ভূখণ্ডে প্যালেস্টাইনি নারী, শিশুদের হত্যালীলা চালিয়েছে ইজ়রায়েল সেনা। ট্রাম্প যেন সেই ভুলের পুনরাবৃত্তি না করেন। ইজ়রায়েলকে একতরফা সমর্থন বন্ধ করেন।’’

প্রসঙ্গত, এ বার প্রেসিডেন্ট ভোটের প্রচারপর্বে ট্রাম্প বার বার জানিয়েছিলেন নির্বাচিত হয়ে পশ্চিম এশিয়ায় অশান্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোরও বার্তা দিয়েছিলেন তিনি। বাইডেন জমানায় ইজরায়েলকে একতরফা সমর্থনে ক্ষুব্ধ আরবীয়-আমেরিকানদের একাংশও এ বার ট্রাম্পকে ভোট দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement