Donald Trump Viral Dance

ট্রাম্পের নাচ! ভিডিয়ো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া সমাজমাধ্যমে

মায়ামিতে ইউএফসির অনুষ্ঠানে পৌঁছোনোর পরেই মার্কিন প্রেসিডেন্টকে সাদর অভ্যর্থনা জানানো হয়। সমর্থকেরা ‘আমেরিকা, আমেরিকা’ বলে স্লোগান দিতে দিতে রিপাবলিকান নেতাকে স্বাগত জানান। সে সময়েই সমর্থকদের সামনে নাচতে দেখা গিয়েছে ট্রাম্পকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৪:৪৯
Share:
ডোনাল্ড ট্রাম্পের নাচের সেই দৃশ্য।

ডোনাল্ড ট্রাম্পের নাচের সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

ইউএফসি (আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ)-এর অনুষ্ঠানে গিয়ে মাত্র কয়েক সেকেন্ডের নাচেই ভাইরাল হয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! রবিবার ফ্লরিডার মায়ামির অনুষ্ঠানের সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখার পর মিশ্র প্রতিক্রিয়া নেটব্যবহারকারীদের।

Advertisement

মায়ামিতে ইউএফসির অনুষ্ঠানে পৌঁছোনোর পরেই মার্কিন প্রেসিডেন্টকে সাদর অভ্যর্থনা জানানো হয়। সমর্থকেরা ‘আমেরিকা, আমেরিকা’ বলে স্লোগান দিতে দিতে রিপাবলিকান নেতাকে স্বাগত জানান। সে সময়েই সমর্থকদের সামনে নাচতে দেখা গিয়েছে ট্রাম্পকে। ওই মুহূর্তের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভাইরাল ওই ভিডিয়োতে ট্রাম্পকে তাঁর সমর্থকদের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। এক হাত আকাশে তুলে মাত্র কয়েক সেকেন্ড কোমর দোলাতেও দেখা যাচ্ছে আমেরিকার বর্ষীয়ান প্রেসিডেন্টকে!

ভিডিয়ো ছড়িয়ে পড়তেই প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন নেট ব্যবহারকারীরা। এক জন এক্স ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের সিগনেচার নাচ বোধহয় এটাই!’’ আর এক জন লিখেছেন, ‘‘এ তো দারুণ ব্যাপার! মনে হচ্ছে, আমেরিকা আবার ফিরে এসেছে! ‘আমেরিকার স্বর্ণযুগ’ হয়ে ওঠার জন্য ট্রাম্পকে ধন্যবাদ!’’ উল্লেখ্য, ভিডিয়োতে ট্রাম্পের সঙ্গে তাঁর প্রশাসনিক নানা পদে থাকা ব্যক্তিরাও ছিলেন। ছিলেন হোয়াইট হাউসের কয়েক জন সদস্যও, যাঁদের মধ্যে স্বাস্থ্য ও মানবসেবা সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র, এফবিআইয়ের নবনির্বাচিত ডিরেক্টর কাশ পটেল, জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড এবং হোয়াইট হাউসের যোগাযোগ সহকারী স্টিভেন চিউং এবং টেলর বুডোভিচ। সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদেশসচিব মার্কো রুবিও এবং মার্কিন সেনেটর টেড ক্রুজ়ও ছিলেন সেই অনুষ্ঠানে।

Advertisement

রিপাবলিকান নেতা তথা বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘ দিন ধরে ইউএফসি-র ভক্ত। তিনি নিজেও এক জন ক্রীড়াপ্রেমী, যিনি নিজেও কখনও কখনও বড় বড় লড়াইয়ে অংশ নিয়েছেন। তবে জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে এটিই ট্রাম্পের প্রথম ইউএফসি-র ম্যাচ দেখতে যাওয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement