bizarre

২২ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে মাথায় হাত! নিজেরই চুরি যাওয়া গাড়ি কিনে নিয়ে বাড়ি ফিরলেন তরুণ

বিবিসির প্রতিবেদন অনুসারে, ভ্যালেন্টাইন নামের এক ব্রিটিশ তরুণ পুরনো একটি হোন্ডা সিভিক গাড়ির জন্য ২২ হাজার পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ২২ লক্ষ ৬৬ হাজার টাকা খরচ করেছিলেন। রং একই, গাড়ির অন্দরসজ্জাও একই। এমনকি এই গাড়িটিও তৈরি হয় তাঁর চুরি যাওয়া গাড়িটির বছরেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৭:৫৫
Share:
A man spent lakhs to buy back his stolen car

—প্রতীকী ছবি।

গাড়ি কেনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলেন তরুণ। বাড়ি ফিরে ভাল করে গাড়িটি খুঁটিয়ে দেখতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল তাঁর। ২২ লক্ষ টাকা খরচ করে যে গা়ড়িটি তিনি কিনে এনে গ্যারাজে পুরেছেন সেটি আদতে তাঁরই চুরি যাওয়া গাড়ি। রং একই, গাড়ির অন্দরসজ্জাও একই। এমনকি এই গাড়িটিও তৈরি হয় তাঁর চুরি যাওয়া গাড়িটির বছরেই। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসের সোলিহুলের বাসিন্দা ইওয়ান ভ্যালেন্টাইন নামের ৩৬ বছরের এক তরুণের সঙ্গে।

Advertisement

ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে তাঁর একটি সেডান গাড়ি চুরি যায়। সেই থেকে একটি বিকল্প গাড়ির সন্ধান করছিলেন তিনি। কয়েক দিন পর তিনি তাঁর পুরনো গাড়ির মতোই একটি গাড়ির সন্ধান পান। সেই গাড়িটিও তাঁর চুরি যাওয়া গাড়ির মতোই ২০১৬ সালে তৈরি। বিবিসির প্রতিবেদন অনুসারে, ভ্যালেন্টাইন পুরনো একটি হোন্ডা সিভিক গাড়ির জন্য ২২ হাজার পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ২২ লক্ষ ৬৬ হাজার টাকা খরচ করেছিলেন।

সংবাদমাধ্যমে ভ্যালেন্টাইন জানান, ফেব্রুয়ারিতে তাঁর গাড়িটি উধাও হয়ে যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েন। গাড়ি না থাকায় খুব সমস্যায় পড়েছিলেন তিনি। চুরির বিষয়টি পুলিশকে জানালেও তারা বলে যে গাড়িটি খুঁজে পাওয়ার সম্ভাবনা কম। তাই নতুন গাড়ি কেনার পরিকল্পনা করতে শুরু করছিলেন ভ্যালেন্টাইন। কিছু দিন পর আগের গাড়ির মডেলেরই একটি গাড়ি খুঁজে পান তিনি। একটি নামী গ্যারেজ থেকে গাড়িটি কিনে আনার পর ভাল করে খুঁটিয়ে দেখে সন্দেহ জাগে ভ্যালেন্টাইনের মনে। গাড়িতে তিনি একটি তাঁবুর খোঁটা, কিছু ক্রিসমাস ট্রি, পাইন গাছের কাঁটা এবং কিছু চকোলেটের মোড়ক খুঁজে পান। যেগুলি তাঁর পুরনো গাড়িতে ছিল। যদিও গাড়িটিতে নতুন নম্বরপ্লেট ছিল। তা-ও গাড়ির বিল্ট-ইন জিপিএস পরীক্ষা করে তরুণ দেখেন সেখানে তাঁর বাড়ি ও তাঁর বাবা-মায়ের বাড়ির ঠিকানাটি রয়েছে। এতেই তিনি নিঃসন্দেহ হন এটি তাঁরই চুরি যাওয়া গাড়িটি। হারিয়ে যাওয়া গাড়ি ফিরে পেয়ে প্রথমে খুশি হলেও পরে তিনি বুঝতে পারেন মারাত্মক ঠকে গিয়েছেন এই গাড়িটি কিনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement