ছবি: এএফপি।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি নিয়ে তিনি মোটেই চিন্তিত নন বলে দু’বছর আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালে ওভাল অফিসে দুই পদস্থ রুশ কর্তার সঙ্গে আলাপচারিতার সময়ে ট্রাম্প জানিয়েছিলেন, আমেরিকাও অন্য দেশের নির্বাচনে নাক গলায়। তাই তিনি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নন। একই সঙ্গে ওই দুই রুশ কর্তাকে ট্রাম্প জানিয়েছিলেন যে, ঠিক আগের দিন এফবিআইয়ের ডিরেক্টর জেমস কোমি-কে বরখাস্ত করা তাঁকে অনেকটাই চাপমুক্ত করেছে।
মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগটি নিয়ে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই সরগরম সে দেশের রাজনীতি। তারই তদন্তে এই বিষয়টি প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় বেশ অস্বস্তিতে হোয়াইট হাউসের কর্তারা। তবে হোয়াইট হাউসের তরফে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।