ফাইল চিত্র।
হোয়াইট হাউসের গদি আঁকড়ে বসে থাকার জন্য সব চেষ্টা চালিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফল পাল্টে দেওয়ার জন্য ট্রাম্প অরাজকতা করেছিলেন বলে মন্তব্য করেছেন হাউস কমিটির চেয়ারম্যান তথা তদন্ত কমিটির সদস্য বেনি থম্পসন।
২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার অন্যতম প্রধান সরকারি কার্যালয় তথা আমেরিকান কংগ্রেসের সদর দফতর ক্যাপিটল হিলে হিংসাত্মক হামলা হয়। এই হামলা ট্রাম্পের প্ররোচনাতেই হয়েছে বলে আগে অভিযোগ করা হয়েছিল।
বৃহস্পতিবার এই মামলার শুনানিতে থম্পসন বলেছেন, ‘‘গত দেড় মাস ধরে সিলেক্ট কমিটি এক প্রেসিডেন্টের কাহিনি শুনিয়েছে, ভোটের ফল পাল্টে নিজের ক্ষমতা ধরে রাখতে যা যা করার দরকার, সবটাই তিনি করেছেন। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চেয়েছিলেন। অরাজক পরিস্থিতি তৈরি করেছেন। দুর্নীতি করেছেন। মিথ্যা কথা বলেছেন। নিজের শপথের বিশ্বাসঘাতকতা করেছেন।’’
উল্লেখ্য, ট্রাম্প-বিরোধীদের মতে, ২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায়ের সূচনা হয়েছিল। সে দিন ক্যাপিটলে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের আনুষ্ঠানিক জয় ঘোষণার কথা ছিল। ট্রাম্প যদিও ফল প্রকাশের পর থেকেই কারচুপির অভিযোগ তুলছিলেন। তদন্তকারীদের মতে, নির্বাচনের ফল ঘোরাতে সে দিন শেষ কামড় দিতে মরিয়া ছিলেন ট্রাম্প। যার ফলস্বরূপই ক্যাপিটাল হিলে হামলার ঘটনা ঘটে।