চিনের উপরে চাপ বাড়াচ্ছে আমেরিকা

হোয়াইট হাউস সূত্রে খবর, রবিবার সন্ধেবেলা দু’জন রাষ্ট্রনেতাকে ফোন করার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে ও চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। সূত্রের খবর, রাষ্ট্রনেতাদের মধ্যে আলোচনা হবে ক্রমশ জটিল হয়ে ওঠা নিয়ে উত্তর কোরিয়া নিয়েই।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৭ ০৩:৫৬
Share:

চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। ছবি: এএফপি।

সপ্তাহান্ত বলে চুপ করে ছুটি কাটাবেন, তা তো নয়। তার থেকে বরং দু’-একটা দরকারি ফোনালাপ সেরে ফেললে ভাল হয়!

Advertisement

হোয়াইট হাউস সূত্রে খবর, রবিবার সন্ধেবেলা দু’জন রাষ্ট্রনেতাকে ফোন করার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে ও চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। সূত্রের খবর, রাষ্ট্রনেতাদের মধ্যে আলোচনা হবে ক্রমশ জটিল হয়ে ওঠা নিয়ে উত্তর কোরিয়া নিয়েই।

উত্তর কোরিয়া-কাঁটা কিছুতেই নামছে না ট্রাম্পের গলা থেকে। মার্কিন প্রেসিডেন্ট যতই হুমকি দিন, পেশি আস্ফালন কমানোর কোনও লক্ষণই দেখাচ্ছে না পিয়ংইয়ং। শুক্রবারই হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়-ইনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। সেই বৈঠকে তিনি মুনকে বলেছেন, ‘‘আমেরিকার ধৈর্যের দিন শেষ।’’

Advertisement

কূটনীতিকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনার তির শুধু পিয়ংইয়ং নয়, বেজিংয়ের দিকেও বটে। মসনদে আসার পর থেকেই উত্তর কোরিয়া বাগে আনতে বেজিংকে চাপ দিচ্ছেন ট্রাম্প। কিন্তু চিনের কাছ থেকে এখনও পর্যন্ত সে রকম কোনও ইঙ্গিতই মেলেনি।

বৃহস্পতিবার একটি চিনা ব্যাঙ্ক ও বেশ কয়েক জন চিনা নাগরিকের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। আবার সে দিনই তাইওয়ানের সঙ্গে একশো কোটি ডলারের অস্ত্রচুক্তি করেছে আমেরিকা। দু’টি পদক্ষেপই অস্বস্তি বাড়িয়েছে চিনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement