Donald Trump

স্টর্মি-ঘুষ মামলা থেকে অব্যাহতি চাইছেন ট্রাম্প

আমেরিকান সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, ট্রাম্পের আইনি দল আদালতের কাছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করে দেওয়ার উদাহরণ টেনেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ০৮:২১
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

আর মাত্র কয়েক সপ্তাহ পরেই আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে এ বার পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলা থেকে অব্যাহতি চেয়ে নিউ ইয়র্কের এক প্রাদেশিক আদালতের বিচারকের কাছে আবেদন করলেন ট্রাম্প। আমেরিকান সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, ট্রাম্পের আইনি দল আদালতের কাছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করে দেওয়ার উদাহরণ টেনেছে।

Advertisement

ব্যবসায়িক জাল নথি দেখিয়ে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগ, ২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময়ে স্টর্মির মুখ বন্ধ রাখতে ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন প্রথমে ওই পর্ন তারকাকে ওই বিপুল অঙ্কের ঘুষ দেন। পরে কোহেনকে সেই অর্থ মেটাতে গিয়ে ব্যবসায়িক নথি জাল করার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। যদিও বারবারই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন ট্রাম্প। ম্যানহাটনের জেলা আদালতে ৩৮ দফায় দোষী সাব্যস্ত হন তিনি। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রেখেছিল ম্যানহাটন জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের দফতর। ঘুষ কাণ্ড ছাড়াও হোয়াইট হাউসের গোপন সরকারি নথি নিজের ব্যক্তিগত বাসভবনে সরিয়ে নিয়ে যাওয়া এবং ২০২০-র নির্বাচনের ফল প্রকাশের পরে ক্যাপিটলে দাঙ্গা বাধানোয় উস্কানি দেওয়ার মতো গুরুতর অপরাধমূলক অভিযোগও রয়েছে আমেরিকার ভাবী প্রেসিডেন্টের বিরুদ্ধে।

আদালতের কাছে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছেন, এখন এই সব মামলা নিয়ে ঘাঁটাঘাঁটি করলে তার প্রভাব পড়তে পারে দেশ চালনার উপরে। তা ছাড়া, জো বাইডেন যেমন তাঁর ছেলে হান্টারকে ক্ষমা করার প্রসঙ্গে বিচারপ্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন, একই ভাবে ডেমোক্র্যাট শিবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের বিরুদ্ধেও সেই একই পক্ষপাতিত্ব এবং রাজনৈতিক প্রতিহিংসার প্রসঙ্গ তুলেছে ট্রাম্পের আইনি দল। ঘুষ কাণ্ডে দোষী সাব্যস্ত হলে সর্বাধিক ৪ বছরের কারাদণ্ড হতে পারে ট্রাম্পের। তবে প্রথমে ট্রাম্পের সাজা ঘোষণার দিন পিছিয়ে দেওয়ার আর্জি ম্যানহাটন জেলা অ্যাটর্নির দফতর গ্রহণ করলেও মামলা পুরোপুরি প্রত্যাহারের আর্জি গ্রহণ করেননি বিচারক। আগামী ৯ ডিসেম্বর পরবর্তী শুনানি রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement