Donald Trump

‘অবৈধ অনুপ্রবেশ ৩ লক্ষ থেকে ৮ হাজারে নামিয়ে এনেছি’, বাইডেনকে ঠুকে পরিসংখ্যান দিলেন ট্রাম্প

হোয়াইট হাউসের পরিসংখ্যান বলছে, ফেব্রুয়ারি মাসে মেক্সিকো থেকে আমেরিকায় প্রবেশের মুখে সীমান্তে আটকানো হয়েছে ৮,৩২৬ জনকে। বাইডেনের আমলে যে সংখ্যাটি ছিল তিন লক্ষেরও বেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১০:৪২
Share:
photo of Donald Trump

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অনুপ্রবেশের পরিসংখ্যান প্রকাশ করেছেন। —ফাইল চিত্র।

মেক্সিকো সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশ আগে ছিল মাসে তিন লক্ষেরও বেশি। ফেব্রুয়ারিতে তা হয়েছে মাত্র আট হাজার! পরিসংখ্যান প্রকাশ করে এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেনকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন, আগের সরকারের আমলে মেক্সিকো থেকে যে হারে অবৈধ অনুপ্রবেশ হত, তা অনেক কমে গিয়েছে। ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নিয়েছেন ২০ জানুয়ারি। সেই হিসাবে ফেব্রুয়ারি প্রেসিডেন্ট হিসাবে এই ধাপে তাঁর প্রথম পূর্ণাঙ্গ মাস। সেই মাসের পরিসংখ্যান দেখিয়েছেন ট্রাম্প।

Advertisement

হোয়াইট হাউসের পরিসংখ্যান বলছে, ফেব্রুয়ারি মাসে মেক্সিকো থেকে আমেরিকায় প্রবেশের মুখে সীমান্তে আটকানো হয়েছে ৮,৩২৬ জনকে। তাঁদের আবার নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। বাইডেনের আমলে ২০২৩ সালের ডিসেম্বরে এই সীমান্ত থেকে আমেরিকায় অনুপ্রবেশের পরিসংখ্যান ছিল ৩ লক্ষ ১ হাজার ৯৮১ জন। ট্রাম্পের দাবি, তাঁদের সবাইকেই আমেরিকায় ঢুকতে দেওয়া হয়েছিল। সেই অনুপ্রবেশের হার ট্রাম্পের আমলে ৯৬ শতাংশ কমে গিয়েছে। সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘‘ফেব্রুয়ারি, অফিসে আমার প্রথম পূর্ণাঙ্গ মাস। আমেরিকায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সংখ্যা এই মাসে সবচেয়ে কম ছিল। ভবিষ্যতে তা আরও কমবে। ফেব্রুয়ারিতে ৮,৩২৬ জনকে মেক্সিকো সীমান্তে আটকানো হয়েছে। সঙ্গে সঙ্গে তাঁদের ফেরত পাঠানো হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হয়েছে।’’ এর পর ট্রাম্প লিখেছেন, ‘‘সীমান্ত বন্ধ। আমাদের দেশ আক্রমণও বন্ধ।’’

আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যমে দাবি, মেক্সিকো সীমান্তের পরিসংখ্যান সঠিক ভাবে প্রচার করা হচ্ছে না। বাইডেনের আমলে যে নিয়ম চালু ছিল, তা ট্রাম্প এসেই বন্ধ করে দিয়েছেন। স্বাভাবিক কারণেই তাই অনুপ্রবেশ কমে গিয়েছে। বাইডেন প্রশাসনের পরিসংখ্যানে বৈধ অনুপ্রবেশের সংখ্যাও রয়েছে। যাঁরা আইন মেনে আগে থেকে অনুমতি নিয়ে আমেরিকায় প্রবেশ করেছেন। ক্ষমতায় এসে মেক্সিকো সীমান্তে এই ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। অনেকের দাবি, বাইডেনের শেষ সপ্তাহের সঙ্গে ট্রাম্পের এক সপ্তাহের তুলনা করলে দেখা যাবে, অবৈধ অনুপ্রবেশ ৬০ শতাংশ কমেছে, ৯৬ শতাংশ নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement