Donald Trump

‘লজেন্স নেওয়ার মতো বাইডেনের থেকে অর্থ আদায় করেছেন’! ফের ট্রাম্পের নিশানায় জ়েলেনেস্কি

ফের জ়েলেনস্কিকে আক্রমণ করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, শিশুর কাছ থেকে লজেন্স নেওয়ার মতো পূর্বসুরি বাইডেনের কাছ থেকে টাকা নিয়েছেন জ়েলেনস্কি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৫:২৫
Share:
(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জ়েলেনস্কি (ডান দিকে)।

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জ়েলেনস্কি (ডান দিকে)। —ফাইল ছবি।

ফের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকে আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, শিশুর কাছ থেকে লজেন্স নেওয়ার মতো পূর্বসুরি জো বাইডেনের কাছ থেকে টাকা নিয়েছেন জ়েলেনস্কি। ট্রাম্পের ইঙ্গিত, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়ার জন্য বাইডেনকে ভুল বুঝিয়ে টাকা নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে জ়েলেনস্কির সঙ্গে প্রবল বাগ‌্‌যুদ্ধ হয়েছিল ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের। রবিবার মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ়’-এর একটি প্রতিবেদনে সে দিনের ঘটনার বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “উনি (জ়েলেনস্কি) কঠিন মানুষ। বাইডেনের আমলে আমাদের দেশের কাছ থেকে টাকা নিয়েছেন, যে ভাবে বাচ্চার কাছ থেকে লজেন্স নেওয়া হয়।”

এখানেই থামেননি ট্রাম্প। জ়েলেনস্কিকে নিশানা করে তিনি বলেন, “আমি ভাবিওনি যে উনি (আমাদের সাহায্যের জন্য) কৃতজ্ঞ হবেন। আমরা তাঁকে ৩৫০০০ কোটি মার্কিন ডলার দিয়েছি। আর উনি বলছেন ওঁদের লড়াইয়ের কথা, সাহসের কথা।”

Advertisement

তিনি প্রেসিডেন্ট থাকলে ইজ়রায়েল-হামাস সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হত না বলে সাক্ষাৎকারে ফের দাবি করেছেন ট্রাম্প। রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসা অনেক সহজ বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায়, “হয়তো রাশিয়ার সঙ্গে বোঝাপড়ায় আসা সহজ। কারণ আমি দেখলাম ইউক্রেনের সঙ্গে বোঝাপড়া করা অনেক কঠিন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement