Russia-Ukraine War

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির শর্ত নিয়ে টেলিফোনে আলোচনা শুরু ডোনাল্ড ট্রাম্প-ভ্লাদিমির পুতিনের

মঙ্গলবার রাতে আমেরিকা এবং রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে টেলিফোনে আলোচনা শুরু হয়েছে বলে হোয়াইট হাউসের ডেপুটি চিফ ড্যান স্ক্যাভিনো এক্স পোস্টে জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২২:২১
Share:
(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন (ডান দিকে)।

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন (ডান দিকে)। —ফাইল ছবি।

তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতির সম্ভবনা উস্কে দিল ডোনাল্ড ট্রাম্প-ভ্লাদিমির পুতিনের আলোচনা। মঙ্গলবার রাতে আমেরিকা এবং রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে টেলিফোনে আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউসের ডেপুটি চিফ ড্যান স্ক্যাভিনো এক্স পোস্টে জানিয়েছেন।

Advertisement

গত সপ্তাহে সৌদি আরবের জেড্ডায় আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পরে ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি ৩০ দিনের যু্দ্ধবিরতিতে রাজি হন। এই পরিস্থিতিতে তিন বছরের রুশ-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি হবে কি না, তা অনেকাংশে নির্ভর করছে মঙ্গলবার ট্রাম্প-পুতিন টেলিফোন-কথোপকথনের উপর। ইতিমধ্যেই যুদ্ধবিরতির শর্ত হিসাবে পুতিন কুর্স্কে ইউক্রেন সেনার আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছেন বলে সূত্রের খবর।

ট্রাম্প-পুতিন আলোচনা শুরু আগে সোমবার রাত থেকে পূর্ব রাশিয়ার বিভিন্ন অংশে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির ফৌজ। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার আস্ত্রখানে একটি তেল শোধনাগারে আগুন লেগে গিয়েছে। ধ্বংস হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। মঙ্গলবার আস্ত্রাখানের গভর্নর ইগর বাবুশকিন এ কথা জানিয়েছেন। রুশ সেনা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা মোট ৭২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ৩৬টি কুর্স্ক অঞ্চলে। বাকিগুলি আস্ত্রাখানে। অন্য দিকে, ইউক্রেন সেনার দাবি তারা সোমবার থেকে ৯০টি রুশ ড্রোন গুলি করে নামিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement