Elnaaz Norouzi

‘উত্তর দাও, না হলে ব্যক্তিগত ছবি ফাঁস করব’, কারা প্রতিনিয়ত নজর রাখছেন এলনাজ়ের উপর?

ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়া হবে সমাজমাধ্যমে, অভিনেত্রীকে এমনই হুমকি দিয়েছেন এক ব্যক্তি। সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এলনাজ়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৬:৪৫
Share:
Bollywood actress Elnaaz Norouzi says she has received unusual email

বিপাকে এলনাজ়। ছবি: সংগৃহীত।

সাইবার জালিয়াতির কবলে অভিনেত্রী এলনাজ় নরৌজ়ি। ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়া হবে সমাজমাধ্যমে, অভিনেত্রীকে এমনই হুমকি দিয়েছেন এক ব্যক্তি। সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এলনাজ়। এলনাজ়ের ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে ব্যবহার করার ফন্দি এঁটেছিলেন অভিযুক্ত, এমনই জানা গিয়েছে। ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন অভিনেত্রী।

Advertisement

ঘটনার সূত্রপাত ১৮ জানুয়ারি। একটি ই-মেল আসে এলনাজ়ের ইনবক্সে। সেই ই-মেলে ক্লিক করার পর থেকেই সমস্যা শুরু হয়। অভিনেত্রী বলেছেন, “এই ধরনের ই-মেলে আমরা সাধারণত ক্লিক করি না। কিন্তু ই-মেলের সাবজেক্ট লাইনে আমার পাসওয়ার্ড লেখা ছিল। তাই আমি কৌতূহলী হই। ই-মেলটি খুলি। দেখতে পাই আমার ব্যক্তিগত ছবি জুড়ে দেওয়া হয়েছে সেই ই-মেলের সঙ্গে।”

ই-মেলে লেখা ছিল, “আমার কাছে তোমার সব ছবি রয়েছে। এই ছবিগুলি যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য আমাকে দ্রুত উত্তর দাও। যদি এমন না করো, তা হলে পরে আরও একটা লিঙ্ক পাঠাব। সেখানে ক্লিক করে দেখবে, সব ছবি আমি ফাঁস করে দিয়েছি।”

Advertisement

এর পরেই সঙ্গে সঙ্গে এলনাজ় সাইবার অপরাধ দমন শাখার সঙ্গে যোগাযোগ করে। তদন্তে দেখা যায়, সুইৎজ়ারল্যান্ড থেকে ই-মেল করা হচ্ছে।

এলনাজ় আরও বলেছেন, “তদন্ত থেকে বোঝাই যায়, এই ই-মেলের নেপথ্যে যিনি রয়েছেন, তিনি ভালই জানেন কী ভাবে পালিয়ে বাঁচতে হয়। ওই ব্যক্তি সম্পর্কে আর কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ওই অ্যাকাউন্টটি সাইবার অপরাধ দমন বিভাগ বাতিল করে দিয়েছে। কিন্তু আমার ভয় হচ্ছে, ও যদি নতুন অ্যাকাউন্ট থেকে আমার সঙ্গে যোগাযোগ করে।”

ঘটনা নিয়ে বেশ ত্রস্ত হয়ে রয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, “এই ঘটনার পর থেকে আমার নিজের সমাজমাধ্যম ব্যবহার করতেও ভয় হচ্ছে। রাতে ঘুমনোর সময়ও চিন্তা হচ্ছে। মনোবিদের সাহায্য নিতে হয়েছে আমাকে। মনে হচ্ছে, সব সময় আমার উপর নজর রাখা হচ্ছে। প্রতিটা মুহূর্ত আতঙ্কে কাটাচ্ছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement