Eye

বৃদ্ধের চোখে ২০টি জ্যান্ত কৃমি, অবাক চিকিৎসকরাও

অপারেশন থিয়েটরে ওয়ানের চিকিৎসার গোটা পর্ব ক্যামেরাবন্দি হয়। পরে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ২০:৫০
Share:

ইউটিউব থেকে নেওয়া ছবি।

চোখের সমস্যা নিয়ে বেশ কয়েক মাস ভুগছিলেন চিনের সুঝৌ প্রদেশের বাসিন্দা ওয়ান। কিন্তু প্রথমে তিনি মনে করেন ক্লান্তি বা অন্য কোনও সাধারণ কারণে এমন সমস্যা হচ্ছে। গোড়ার দিকে তেমন আমল দেননি। কিন্তু হঠাৎই চোখে যন্ত্রণা শুরু হয়। এর পরে স্থানীয় হাসপাতালে যান তিনি। আর তার পরই জানা যায় চোখে বাসা বেঁধেছে কৃমি।

Advertisement

চিনের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ডান চোখের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় ওয়ানের চোখে কৃমির বাসা। পরীক্ষা করার পর চিকিৎসকরা সেই কৃমি বের করার উদ্যোগ নেন। অপারেশন থিয়েটরে ওয়ানের চিকিৎসার গোটা পর্ব ক্যামেরাবন্দি হয়। পরে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, বছর ৬০-এর ওয়ানের ডান চোখের পাতার নীচ থেকে একে একে কৃমি বের করে আনছেন চিকিৎসকরা। একটি একটি করে কৃমি বের করে কাচের পাত্রে রাখা হচ্ছে। আর সেখানে কৃমিগুলি রীতিমতো নড়াচড়া করছে। অর্থাৎ তখনও সবগুলি জীবন্ত ছিল। মোট ২০টি কৃমি বের হয় ওয়ানের চোখ থেকে।

Advertisement

আরও পড়ুন: ১ মিনিটে ৩৪টি পুল-আপ, লকডাউনে বিশ্ব রেকর্ড গড়লেন আমেরিকার রূপা

আরও পড়ুন: নদীতে ঘুরে বেড়াচ্ছে ৫০ ফুটের অ্যানাকোন্ডা, ভাইরাল ভিডিয়োর আসল রহস্য জানুন

চিকিৎসকরা ওয়ানের সঙ্গে প্রথমবার কথা বলার সময় জানতে চান, তাঁর বাড়িতে কোনও পোষ্য রয়েছে কি না। ওয়ানের বাড়িতে কোনও পোষ্য না থাকলেও তিনি যেখানে ব্যায়াম করতে যান সেখানে কয়েকটি পশুর সঙ্গে অনেকটাই সময় কাটান। চিকিৎসকদের বক্তব্য, কখনও কখনও পশুদের থেকেও কৃমি মানুষের শরীরে চলে আসে। আর ১৫-২০ দিনের মধ্যেই বংশ বিস্তার করে ফেলে। ওয়ানের ক্ষেত্রেও এমনটা হয়ে থাকতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement