ক্ষমতা থেকে সরিয়েই দেওয়া হল ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট জিউমা হুসেফকে। অবসান হল তাঁর বামপন্থী ওয়ার্কার্স পার্টির ১৩ বছরের শাসনকালের। জিউমাকে সরাতে মে মাস থেকেই শুরু হয়েছিল ইমপিচমেন্ট প্রক্রিয়া। বুধবার ৬১ জন সেনেটর সায় দেন পক্ষে। ২০ জন বিপক্ষে। একে দেশে ভয়াবহ আর্থিক মন্দা। তার উপর ঘুষ কেলেঙ্কারির জেরে গত কয়েক মাস ধরে জিউমা সরকারের বিরুদ্ধে উত্তাল দেশ। দেশের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের ইমপিচমেন্টে সেনেট সায় দিলে তাঁকে সাসপেন্ড করা হয়। সেই মতো অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছিলেন জিউমার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ব্রাজিলিয়ান ডেমোক্র্যাটিক মুভমেন্ট পার্টির নেতা মিশেল তেমের। বুধবার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই তিনি বলেন, ‘‘দেশে এক কোটির বেশি মানুষ কর্মহীন। এটা সামলানো খুব কঠিন কাজ।’’