পথে এল বিপত্তি। তাই বাধ্য হয়েই নতুন পথে মঙ্গলযান ‘কিউরিওসিটি’। নির্ধারিত পথে চলতে গিয়ে সম্প্রতি একটি টিলার ঢালে অন্তত তিন বার পিছলে গিয়েছে এই যান। বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, নির্ধারিত পথটিতে প্রচুর বালি থাকায় টিলায় চড়তে গিয়ে সমস্যা হচ্ছিল। তবে পথ বদল করাতেই ওঠা সম্ভব হয়েছে বলে দাবি তাঁদের। মাটির নীচে শক্ত নিরেট প্রস্তরকে বলে ‘বেডরক’। সূত্রের খবর, ওই টিলার মাথায় এমনই দু’টি বেডরক এসে মিলেছে। সেই পাথরের গড়ন কেমন, তা পরীক্ষা করতেই ওই টিলায় উঠেছে মঙ্গলযানটি।