‘সন্ত্রাসে মদতদাতা রাষ্ট্রের’ তালিকা থেকে কিউবার নাম তুলে নিল আমেরিকা। গত ডিসেম্বরেই বারাক ওবামা বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধ করেন, কিউবাকে ‘সন্ত্রাসে মদতদাতা রাষ্ট্রের’ তালিকা থেকে তুলে নেওয়া হোক। মার্কিন কংগ্রেসও জানিয়ে দেয়, প্রেসিডেন্টের এই প্রস্তাবে তারাও সহমত। শুক্রবার বিদেশসচিব জন কেরি জানান, সাম্প্রতিক কালে আন্তর্জাতিক কোনও সন্ত্রাসবাদী সংগঠনকে মদত দেয়নি কিউবা। ফলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।