Coronavirus

‘তথ্য গোপন করবেন না’! করোনার নয়া সংক্রামক উপরূপ নিয়ে সতর্ক করে চিনকে বলল হু

কোয়রান্টিন শিবির, লকডাউন, মাস্ক পরা, দূরত্ববিধি বজায় থাকলেও বরাবরই টিকাকরণের হার কম ছিল চিনে। যেটুকু টিকাকরণ হয়েছিল, তাতেও কম শক্তিশালী চিনা কোভিড প্রতিষেধক দেওয়া হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

জেনিভা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ০৯:৪০
Share:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। ফাইল চিত্র।

চিন জুড়ে করোনাভাইরাসের নতুন উপরূপের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। পাশাপাশি সংস্থার আশঙ্কা, করোনা সংক্রান্ত তথ্য গোপন করতে পারে শি জিনপিংয়ের দেশ। হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বৃহস্পতিবার বলেন, ‘‘আশা করছি, চিন এ সংক্রান্ত তথ্য দেবে এবং আমাদের সুপারিশগুলি পর্যালোচনা করে দেখবে।’’

Advertisement

কোভিড সংক্রমণের উৎস সম্পর্কে অনেক তথ্যই এখনও পর্যন্ত সামনে আসেনি বলে জানান টেড্রস। প্রসঙ্গত, সে দেশের অতিমারি-পরিস্থিতি সম্পর্কে খুব সামান্য তথ্যই প্রকাশ্যে এসেছে। উহানে চিনের সরকারি পরীক্ষাগারে নোভেল করোনাভাইরাস তৈরি হয়েছিল বলে অভিযোগ উঠলেও চিন বরাবরই তা অস্বীকার করে এসেছে। এ সংক্রান্ত তথ্যও তারা প্রকাশ্যে আনেনি বলে অভিযোগ পশ্চিমি সংবাদমাধ্যমের একাংশের। ভাইরাস বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই শীতে তিনটি কোভিড-ঢেউ আছড়ে পড়তে চলেছে চিনে।

করোনাভাইরাসের নতুন উপরূপ ওমিক্রন বিএফ.৭-এর কারণেই চিন জুড়ে শুরু হয়েছে নয়া সংক্রমণ-পর্ব। এই পরিস্থিতিতে টেড্রস জানিয়েছেন, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর টিকাকরণের কাজ শেষ করার জন্য তাঁরা বেজিংকে প্রয়োজনীয় সহায়তা করবেন। সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতা পালনের বিষয়েও বেজিংয়ের কাছে আবেদন জানান তিনি।

Advertisement

প্রায় ৩ বছর ধরে অতিমারিতে ভুগছে গোটা পৃথিবী। ৪০ কোটির উপরে সংক্রমণ। প্রাণ গিয়েছে প্রায় ৬০ লক্ষ মানুষের। এখনও জানা নেই, কবে শেষ হবে অতিমারি। এ অবস্থায় আমেরিকা-ইউরোপের দেশগুলি আগেই ঘোষণা করেছে— করোনা সঙ্গে নিয়েই বাঁচতে হবে। এই যুক্তিতে করোনাবিধি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা। কিন্তু হু বার বারই বলছে, করোনাভাইরাসের আরও ভয়ানক এবং সংক্রামক রূপ তৈরি হতে পারে ভবিষ্যতে। ফলে সতর্ক থাকতে হবে। শুধু তা-ই নয়, বিজ্ঞানী ও স্বাস্থ্যকর্তাদের জন্য আরও কঠিন সময় আসতে পারে বলেও জানিয়েছে হু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement