Coronavirus

ম্যান-মেড নয়, এই কোভিডের জন্ম প্রাকৃতিক ভাবেই, ফের বলল হু

হু-এর স্বাস্থ্য সংক্রান্ত আপৎকালীন কর্মসূচির এগজিকিউটিভ ডিরেক্টর মাইকেল রায়ানের দাবি, বিজ্ঞানীরা এ নিয়ে আশ্বাস দিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০২০ ১২:০৪
Share:

ডোনাল্ড ট্রাম্প ও মাইকেল রায়ান। —ফাইল ছবি

চিনের উহানের গবেষণাগারে করোনাভাইরাস তৈরি হয়েছে বলে জল্পনা চলছে। সংক্রমণ ছড়ানোর পিছনে চিনের হাত দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু এই বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার খোদ আমেরিকার গোয়েন্দা বিভাগ জানিয়ে দেয়, কোভিড--১৯ মানুষের তৈরি নয়। সেই আবহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ফের এক বার জানিয়ে দিল, করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে প্রাকৃতিক ভাবেই।

Advertisement

হু-এর স্বাস্থ্য সংক্রান্ত আপৎকালীন কর্মসূচির এগজিকিউটিভ ডিরেক্টর মাইকেল রায়ানের দাবি, কোভিড-১৯-এর উৎপত্তি প্রাকৃতিক ভাবেই হয়েছে। কী ভাবে এই সিদ্ধান্তে পৌঁছল হু? রায়ান বলছেন, বহু বিজ্ঞানীই করোনাভাইরাসের জিনের গঠন খুঁটিয়ে দেখেছেন। তাঁর মতে, ‘‘বিজ্ঞানীরা আমাদের আশ্বস্ত করেছেন যে, এই ভাইরাসের উৎপত্তি হয়েছে প্রাকৃতিক ভাবেই।’’ তিনি আরও বলছেন, কোনও ভাইরাসের উৎপত্তি কী ভাবে হয়েছে তা বোঝা খুবই জরুরি। এটা ধরতে পারলে ভবিষ্যতে রোগ সংক্রমণ আটকানো যাবে। করোনাভাইরাস গবেষণাগারে তৈরি করা ‘জৈব অস্ত্র’ বলে গোটা দুনিয়া জুড়েই জল্পনা চলছে। কিন্তু তা ঠিক নয় বলে শুরু থেকেই বলে আসছিল হু। সে কথা এ বার বললেন রায়ান।

গত বছর নভেম্বরের শেষ দিকে চিনের উহানে প্রথম হানা দেয় করোনা। তার পর থেকে এখনও পর্যন্ত বিশ্বের অন্তত ১৮৫টি দেশ জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে কোভিড-১৯। এ নিয়ে বেজিংয়ের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। চিনকে ক্ষতিপূরণ দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর মতে, করোনা নিয়ে তথ্য গোপন করছে চিন।

Advertisement

আরও পড়ুন: স্বাস্থ্য-জল্পনা উড়িয়ে ফের সর্বসমক্ষে কিম জং উন

কিন্তু সেই বিতর্কে জল ঢেলে দিয়ে আমেরিকার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেয়, করোনাভাইরাস মানুষের তৈরি করা নয় বা জিনগত ভাবেও এর কোনও পরিবর্তন হয়নি।

আরও পড়ুন: করোনা রোগীদের চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের অনুমতি হোয়াইট হাউসের

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement