coronavirus

Coronavirus: ভয়ঙ্কর ডেল্টা রূপকে আটকাতে সকলের জন্যই বুস্টার ডোজ, ভাবনাচিন্তা করছে আমেরিকা

মোট করোনা সংক্রমিতের সংখ্যার নিরিখে প্রায় এক বছর হয়ে গেল প্রথম স্থানে রয়েছে আমেরিকা।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ১২:৫৭
Share:

ফাইল চিত্র।

বয়স নির্বিশেষে সব আমেরিকবাসীকে বুস্টার ডোজ দেওয়াও ভাবনাচিন্তা শুরু করল ওয়াশিংটন। সারা বিশ্বের বড় অংশকে কাবু করে ফেলা ভয়ঙ্কর ডেল্টা রূপকে প্রতিহত করার জন্যই এই ভাবনাচিন্তা শুরু করেছে তারা।

Advertisement

আমেরিকার বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ডেল্টা রূপকে প্রতিহত করতে প্রতিষেধকের দ্বিতীয় ডোজ নেওয়ার আট মাস পর এই বুস্টার ডোজ নেওয়া প্রয়োজন। যাঁদের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়েছে, তাঁরাই এই বুস্টার ডোজ নিতে পারবেন।

মোট করোনা সংক্রমিতের সংখ্যার নিরিখে প্রায় এক বছর হয়ে গেল প্রথম স্থানে রয়েছে আমেরিকা। মাঝে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও সেই স্থান কেউ নিতে পারেনি। ফের এক লক্ষ ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement