প্রতীকী ছবি
ইটালি থেকে নিউজ়িল্যান্ড— কোভিড-১৯-এর বিস্তার রুখতে জারি হওয়া লকডাউন এ বার শিথিল করার কথা ঘোষণা করছে বিভিন্ন দেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ জানিয়েছে, পৃথিবী থেকে করোনা অতিমারি সম্পূর্ণ মুছে যেতে এখনও ঢের দেরি। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৯৮ জন। চিনকে টপকে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ১৪৭। মৃত আটশোর কাছাকাছি। বেশিরভাগ সংক্রমণের ঘটনাই ঘটেছে রাজধানী মস্কোতে। আক্রান্তের নিরিখে রাশিয়া রয়েছে বিশ্বে নবম স্থানে।
চিনে শুরু হওয়া এই অতিমারি সারা বিশ্বে প্রাণ কেড়েছে ২ লক্ষেরও বেশি মানুষের। আক্রান্ত ৩০ লক্ষের বেশি। তবে এর পরেও সংক্রমণের তীব্রতা কিছুটা কমায় আর্থিক ধাক্কা সামাল দিতে লকডাউন তোলার সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু দেশ। মাসাধিক কাল যাবৎ দোকান-বাজার, ব্যবসা-বাণিজ্য, কারখানা, অফিস, পর্যটন বন্ধ থাকায় আগামী দিনে দীর্ঘ আর্থিক মন্দার বিভীষিকা দেখছে দেশগুলি। তা সামাল দিতে এখন দেশকে সচল করার সিদ্ধান্ত নিলেও ঝুঁকির কথা মেনে নিচ্ছেন নেতারা। তাঁরা স্বীকার করছেন, স্বাভাবিক ছন্দে ফিরলে ফের দ্বিতীয় দফার সংক্রমণের দাপটে ধরাশায়ী হতে পারে দেশগুলি।
২৬ হাজারের বেশি মৃত্যু-সহ করোনা-সংক্রমণে বিশ্বে তৃতীয় স্থানে থাকা ইটালি আগামী ৪ মে থেকে কাজে ফিরতে চলেছে। তার জন্য বিনামূল্যে মাস্ক বিলি করা হচ্ছে সাধারণ মানুষকে। যদিও প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বলেছেন, ‘‘আমরা খুব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছি। আমাদের এই ভাইরাস নিয়েই থাকতে হবে। কিন্তু সব রকম সাবধানতা অবলম্বন করে।’’ মাস দেড়েক বন্ধ থাকার পরে এই সপ্তাহ থেকেই ফের মাছধরা, শিকার করা, হাইকিং বা সার্ফিংয়ে যেতে পারবেন নিউজ়িল্যান্ডবাসী। সোমবার মধ্যরাত থেকে করোনা-সতর্কতার মাত্রা কমে যাওয়ায় কাজে যোগ দিতে পারবেন ৪ লক্ষ মানুষ। তবে দোকানপাট ও রেস্তরাঁ খুলছে না এখনই। নরওয়েতেও খুলে গিয়েছে স্কুল। বেশ কিছু ছোট ব্যবসাও চালু করার অনুমতি দেওয়া হয়েছে সেখানে। পারস্পরিক দূরত্ব বজায় রেখেই আমেরিকার কোনও কোনও প্রদেশে কড়াকড়ি তোলা হয়েছে। সে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৪৬১ জনের।
আজ থেকে ধীরে ধীরে জার্মানির ১৬টি প্রদেশকে লকডাউন শিথিল করার অনুমতি দিয়েছে সরকার। সংক্রমণ কমায় ছোট দোকান বা ব্যবসা চালুর অনুমতি দেওয়া হয়েছে। বেশি কিছু স্কুলও খুলে গিয়েছে এ দিন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা স্পেনেও গত কাল ফিরে এসেছিল পুরনো রবিবার। ৬ সপ্তাহ বাদে প্রথম বাড়ির বাইরে পা রাখার অনুমতি পায় খুদেরা। গত কাল থেকে ইজ়রায়েলে চালু হয়েছে কিছু কিছু ব্যবসা। শীঘ্র স্কুল খোলার কথাও ভাবছে দেশটি। ক্রোয়েশিয়ায় সোমবার থেকে খুলে দেওয়া হয়েছে পাঠাগার, সংগ্রহশালা। ছোট ব্যবসা, খাবারের বাজারও খোলার অনুমতি
দেওয়া হয়েছে সেখানে। ১৫ মে-র পরে লকডাউন তুলে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে রোমানিয়াও। চিনের বড় শহরগুলিতে খুলতে শুরু করেছে স্কুল। আগামী ৬ মে থেকে স্কুল খোলার কথা উহানেও।
আরও পড়ুন: প্রতিষেধকে বিশ্বের বড় ভরসা ভারত