Coronavirus

ইস্তফা দিতে অস্বীকার হু-প্রধানের, বললেন, ‘মানুষের জীবন বাঁচানোর কাজ করে যাব’

হু প্রধান আশা প্রকাশ করে বলেছেন,  অর্থ বন্ধের বিষয়টি পুনর্বিবেচনা করবে আমেরিকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ১৫:১৬
Share:

হু প্রধান টেড্রস গেব্রেয়েসুস। ফাইল চিত্র।

তাঁর বিরুদ্ধে করোনা সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ উঠেছে আগেই। শুধু তাই নয়, হু প্রধান টেড্রস গেব্রেয়েসুসের বিরুদ্ধে চিনের হয়ে কাজ করারও অভিযোগ তুলেছে আমেরিকা। এ বার তাঁর ইস্তফার দাবি তুললেন রিপাবলিকানরা। হাউস অব রিপ্রেজেন্টেটিভ-এ রিপাবলিকানরা প্রস্তাব দেন, টেড্রস ইস্তফা না দিলে আমেরিকা যেন কোনও টাকা না দেয় হু-কে।

Advertisement

যদিও হু প্রধান টেড্রস ইস্তফার বিষয়টি উড়িয়ে দিয়েছেন। সেই সঙ্গে এও বলেছেন, “দিন-রাত্রি আমি কাজ করে যাব। কারণ মানুষের জীবন বাঁচানো একটা মহত্ কাজ। আমার লক্ষ্য এখন সে দিকেই।”

করোনাভাইরাস সংক্রান্ত তথ্য গোপন এবং চিনের হয়ে কাজ করার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-কে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে আমেরিকা। এ প্রসঙ্গে হু প্রধান আশা প্রকাশ করে বলেছেন, অর্থ বন্ধের বিষয়টি পুনর্বিবেচনা করবে আমেরিকা। পাশাপাশি, এই সঙ্কটময় মুহূর্তে মানুষের জীবন বাঁচানোর জন্য সহযোগিতার হাতও বাড়াবে তারা।”

Advertisement

টেড্রস আরও বলেন, “আমেরিকা যে অর্থ হু-কে দেয় তা একটা গুরুত্বপূর্ণ বিনিয়োগ। আমার বিশ্বাস, আমেরিকাও সেটা মনে করে। এই অর্থ বিনিয়োগ শুধুমাত্র অন্যের উপকারে নয়, করোনাভইরাসের আবহে এই বিনিয়োগ আমেরিকাকেও সুরক্ষিত করবে।”

মার্কিন প্রশাসনের এক সূত্রের খবর, হু-কে অর্থ বন্ধের মেয়াদ ৬০-৯০ দিন পর্যন্ত হতে পারে। এ প্রসঙ্গে হু-র আপত্কালীন বিভাগের প্রধান মাইক রায়ানা জানান, এই অর্থ বন্ধের ফলে শিশুদের টিকাকরণ, পোলিও দূরীকরণ এবং আপত্কালীন স্বাস্থ্য পরিষেবার উপর ব্যাপক প্রভাব পড়বে গোটা বিশ্ব জুড়ে। রায়ানা বলেন, “আশা করছি, আমেরিকার আর্থিক সহায়তা বন্ধের মেয়াদ ৬০ দিনেই সীমিত থাকবে। এবং সে কারণেই কোনও অভিযোগ তুলিনি আমরা। বিষয়টি কত তাড়াতাড়ি মেটানো যায়, এখন সেই চেষ্টাই করা হচ্ছে।”

এই মুহূর্তে বিশ্বের ১৮৫টি দেশে করোনার সংক্রমণ ছড়িয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। তা সে সংক্রমণের দিক থেকে হোক বা মৃত্যুর সংখ্যায়। শুধুমাত্র আমেরিকাতেই আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৪৭ হাজারেরও বেশি মানুষের। গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ২৬ লক্ষ ২৭ হাজার। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮৩ হাজার মানুষের।

আরও পড়ুন: রিপোর্টের ক্ষেত্রে আশা করি কেন্দ্রীয় দল নিরপেক্ষ হবে: মুখ্যসচিব

আরও পড়ুন: দেড় বছরের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত ডিএ বন্ধ রাখল কেন্দ্র

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement