International News

‘হিন্দু সংস্কৃতি কাশ্মীরিদের’, ভারতীয় কূটনীতিকের মন্তব্যে বিতর্ক আমেরিকায়

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, নিউ ইয়র্ক সিটিতে কাশ্মীরি পণ্ডিতদের একটি সামাজিক সভায় কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী বলছেন, ‘‘কাশ্মীরিদের সংস্কৃতি আদতে হিন্দু সংস্কৃতি। আপনারা অদূর ভবিষ্যতে কাশ্মীর ফিরে পাবেন। এমন ঘটনা বিশ্বে আরও ঘটেছে। ইজরায়েল যদি পারে...’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ১৭:৫৪
Share:

নিউ ইয়র্ক সিটিতে ভারতীয় কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী। ছবি- টুইটারের সৌজন্যে।

জম্মু-কাশ্মীর ইস্যুতে বিতর্কিত মন্তব্য করলেন নিউ ইয়র্ক সিটিতে ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী। বললেন, ‘‘কাশ্মীরিদের সংস্কৃতি আদতে হিন্দু সংস্কৃতি।’’ এখানেই শেষ নয়, জম্মু-কাশ্মীর ইস্যুকে ইজরায়েল ও প্যালেস্তাইনের সঙ্গে তুলনাও করলেন তিনি। কনসাল জেনারেলের মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অস্বস্তিকর হলেও গোটা বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি বিদেশ মন্ত্রক। যদিও বিদেশ মন্ত্রক এর আগে জম্মু-কাশ্মীর ইস্যুকে ইজরায়েল ও প্যালেস্তাইনের সঙ্গে তুলনার তীব্র বিরোধিতা করেছিল।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, নিউ ইয়র্ক সিটিতে কাশ্মীরি পণ্ডিতদের একটি সামাজিক সভায় কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী বলছেন, ‘‘কাশ্মীরিদের সংস্কৃতি আদতে হিন্দু সংস্কৃতি। আপনারা অদূর ভবিষ্যতে কাশ্মীর ফিরে পাবেন। এমন ঘটনা বিশ্বে আরও ঘটেছে। ইজরায়েল যদি পারে...’’

সন্দীপকে এও বলতে শোনা গিয়েছে, ‘‘শ্রোতাদের মধ্যে কেউ ইজরায়েলের কথা বললেন। ইহুদিদের প্রসঙ্গ তুললেন। ওঁরা নিজেদের সংস্কৃতিকে নিজেদের ভূখণ্ডের বাইরেও দু’হাজার বছর ধরে টিঁকিয়ে রাখতে পেরেছিলেন। আমি মনে করি, একই ভাবে টিঁকিয়ে রাখতে হবে কাশ্মীরি সংস্কৃতিকেও। কাশ্মীরের সংস্কৃতিই ভারতের সংস্কৃতি। হিন্দু সংস্কৃতি।’’

Advertisement

আরও পড়ুন- চলন্ত ট্রেনে ফের পাথরের ঘায়ে রক্ত ঝরল মহিলা যাত্রীর, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা​

আরও পড়ুন- অজিতের সঙ্গে হাত মেলানোই কাল হল! বিজেপির অন্দরে দোষারোপের পালা​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement