Plane Accident

স্বপ্নপূরণের কয়েক সেকেন্ড আগে সব শেষ, সহ-চালক অঞ্জুর স্বামীও এ ভাবেই মারা যান

১৬ বছর আগে, অঞ্জু তাঁর স্বামী দীপক পোখরেলকে হারান এক এ রকমই বিমান দুর্ঘটনায়। তাঁর স্বামীও ইয়েতি বিমানের সহ-চালক ছিলেন। 

Advertisement

সংবাদ সংস্থা

কাঠমান্ডু (নেপাল) শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ০১:৪৫
Share:

দুর্ঘটনাগ্রস্ত বিমানের সহ চালক ছিলেন অঞ্জু খাটিবাডা। ছবি: সংগৃহীত।

মাত্র কয়েক সেকেন্ড বাদেই পূরণ হত তাঁর স্বপ্ন। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নেপালের পোখরায় দুর্ঘটনাগ্রস্ত বিমানের সহ চালক ছিলেন অঞ্জু খাটিবাডা। এই উড়ান সম্পূর্ণ করলেই তিনি পাইলট পদে উন্নীত হতেন। সেই লক্ষ্য তাঁর অধরাই থেকে গেল। বহু যাত্রীর সঙ্গে প্রাণ হারালেন তিনিও।

Advertisement

১৬ বছর আগে, তিনি তাঁর স্বামী দীপক পোখরেলকে হারান এক এ রকমই বিমান দুর্ঘটনায়। তাঁর স্বামীও ইয়েতি বিমানের সহ-চালক ছিলেন।

স্বামীর মৃত্যুর পর, তাঁর অধরা স্বপ্নকেই নিজের লক্ষ্যে পরিণত করেন অঞ্জু। জীবনের দিশা বদলে ফেলেন। আমেরিকায় গিয়ে পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন। ফিরে এসে যোগ দেন ইয়েতি বিমান সংস্থায়। রবিবার যাত্রা থামল স্বপ্ন উড়ানের সেই ভগ্নদূতের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement