shooting

বড়দিনের আনন্দের আবহে ইংল্যান্ডের পানশালায় গুলি, নিহত মহিলা, জখম আরও কয়েক জন

বড়দিনের আনন্দের মধ্যেই হামলার ঘটনা ইংল্যান্ডের পানশালায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। আততায়ীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ ১৭:৪১
Share:

হামলার পর কালো রঙের গাড়ি নিয়ে আততায়ী পালান বলে পুলিশ সূত্রে খবর। প্রতীকী ছবি।

বড়দিনের আগের রাতে উত্তর ইংল্যান্ডের একটি পানশালায় চলল গুলি। এই ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৩ যুবক। রবিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

Advertisement

মার্সিসাইড পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১১টা ৫০ মিনিটে ওয়ালাসি শহরে লাইটহাউস পানশালায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। বড়দিনের প্রাক্কালে পানশালায় সেই সময় ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।

গুলিবিদ্ধ অবস্থায় এক মহিলাকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার পরে কালো রঙের একটি গাড়িতে করে আততায়ী পালান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

হামলার ঘটনা প্রসঙ্গে গোয়েন্দা সুপারিন্টেন্ডেন্ট ডেভিড ম্যাককাফরিন বলেছেন, ‘‘তদন্ত শুরু হয়েছে। উৎসবের মরশুমে উদ্বেগজনক ঘটনা।’’ হামলায় ৩ জন গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি আরও কয়েক জন জখম হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হামলার সময় প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে। সে সময় কেউ হামলার ঘটনার ছবি বা ভিডিয়ো তুলেছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ওই পানশালায় কেন হঠাৎ গুলি চলল, কী ভাবে হামলা হয়েছে, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখতে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement