China

১০ কোটি টাকায় কিনেছিলেন গেমের চরিত্র, বন্ধু বেচে দিল ৪০ হাজারে!

তা মাত্র ৫৫২ মার্কিন ডলারে বিক্রি করে দেন লু-এর বন্ধু। এর পরই নিজের কেনা চরিত্র ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন লু।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ১৩:৩১
Share:

জাস্টিস অনলাইন গেমের চরিত্র। ছবি টুইটার থেকে সংগৃহীত।

দুই বন্ধু তাঁরা। দু’জনেই ভিডিয়ো গেম নিয়ে মেতে থাকেন। এক বন্ধু অনলাইন মাল্টিপ্লেয়ার গেম ‘জাস্টিস অনলাইন’-এর চরিত্র কিনেছিলেন ১৪ লক্ষ মার্কিন ডলারে। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ১০ কোটি টাকা। কিন্তু তাঁর অজান্তে সেই চরিত্র বন্ধু বিক্রি করে দিল মাত্র ৫৫২ মার্কিন ডলারে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা ৪০ হাজার টাকার মতো। এর পরই বন্ধুর বিরুদ্ধে আদলতের দ্বারস্থ হন ওই ব্যক্তি।

Advertisement

চিনের লু মৌ নামের এক ব্যক্তি সম্প্রতি ওই চরিত্র কিনেছিলেন। তাঁর কেনা সেই চরিত্র দুর্ঘটনাবশত চলে আসে ইন গেম মার্কেটপ্লেস নেটইজেতে। তা মাত্র ৫৫২ মার্কিন ডলারে বিক্রি করে দেন লু-এর বন্ধু। এর পরই নিজের কেনা চরিত্র ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন লু।

লু-এর বন্ধু জানিয়েছেন, মার্কেটপ্লেসে তাঁর বন্ধুর কেনা চরিত্র দেখে তা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু গেম খেলতে খেলতে টাইপিংয়ে ভুলের জন্য বিক্রি হয়ে যায় সেই চরিত্র। শেষ অবধি সেই মামলার সমাধান হয়েছে। গেমের চরিত্র লু-এর কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে যিনি কম দামে সেটি কিনেছিলেন, তাকেও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন: বিড়ালছানা ভেবে রাস্তা থেকে তুলে এনে আশ্রয়, একটু বড় হতেই প্রকাশ পেল জন্তুর আসল রূপ!

আরও পড়ুন: চোখের পলকে গুঁড়িয়ে গেল ২২ তলা বাড়ি! দেখুন ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement