Strong Wind Alert in China

আপনার ওজন কি ৫০ কেজির কম? উড়ে যেতে পারেন! ঝড়ের আগে সতর্কবার্তা চিনা প্রশাসনের

আগামী কয়েক দিন ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তর চিনের বিস্তীর্ণ এলাকা জুড়ে। বেজ়িং, তিয়ানজিন এবং হেবেই প্রদেশে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২০:০১
Share:
চিনে চলছে ঝড়ের আগের প্রস্তুতি।

চিনে চলছে ঝড়ের আগের প্রস্তুতি। ছবি: রয়টার্স।

সপ্তাহান্তে তীব্র হাওয়া-ঝড়ের পূর্বাভাস রয়েছে চিনে। সেই আবহে এ বার দেশবাসীর উদ্দেশে সতর্কবার্তা জারি করল প্রশাসন। আগামী কয়েক দিন কাউকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে, বিশেষ করে তাঁদের, যাঁদের ওজন ৫০ কেজির কম!

Advertisement

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তর চিনের বিস্তীর্ণ এলাকা জুড়ে। বেজ়িং, তিয়ানজিন এবং হেবেই প্রদেশে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। চিনে বছরের এই সময়ে এমন হওয়া নতুন নয়। প্রতি বছকই এই সময় মঙ্গোলিয়া থেকে ঝোড়ো বাতাস বয় উত্তর চিনে। তবে, আবহবিদেরা জানাচ্ছেন, এই বছর পরিস্থিতি কিছুটা আলাদা। গত এক দশকে এত শক্তিশালী এবং বিপজ্জনক ঝোড়ো হাওয়া দেখেনি চিন। বেজ়িংয়ের বিস্তীর্ণ অংশে জারি হয়েছে কমলা সতর্কতা। এমনকি, ঝোড়ো হাওয়ার দাপটে তাপমাত্রা এক দিনে ১৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে!

এর পরেই ৫০ কেজির কম ওজনের মানুষদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কারণ, ঝোড়ো হাওয়ার দাপটে তাঁরা নাকি সহজেই উড়ে যেতে পারেন! সকলকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে না-বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। এই সতর্কতা নিয়ে কৌতুক শুরু হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। কেউ লিখেছেন, ‘‘যাঁরা রোগা, তাঁরা অবশ্যই পকেটে অনেক নুড়িপাথর ভরে বেরোবেন!’’ কেউ মজার ছলে বলেছেন, ‘‘আমার প্রাক্তন ঝড়ে ঠিক থাকবেন তো?’’ কেউ আবার লিখেছেন, ‘‘আমি যে সব সময় বেশি খাবার খেতাম, সে তো শুধু এই দিন দেখতে হবে বলেই!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement