Car Falls in River in Uttarakhand

নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উল্টে গেল গাড়ি, উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে মৃত্যু একই পরিবারের পাঁচ সদস্যের

স্থানীয়েরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়িটি দ্রুত গতিতে ছুটছিল। তখনই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নদীতে ছিটকে পড়ে যায় গাড়িটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৯:৫৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গাড়িতে চেপে যাচ্ছিলেন একই পরিবারের ছয় সদস্য। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উল্টে গেল গাড়ি়। মৃত্যু হল গাড়ির ভিতরে থাকা পাঁচ জনের। শনিবার উত্তরাখণ্ডের তেহরি জেলার দেবপ্রয়াগে ঘটনাটি ঘটেছে। তবে বাকিদের মৃত্যু হলেও অলৌকিক ভাবে বেঁচে গিয়েছেন গাড়িতে থাকা ষষ্ঠ সদস্য।

Advertisement

স্থানীয়েরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়িটি দ্রুত গতিতে ছুটছিল। তখনই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নদীতে ছিটকে পড়ে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। শুরু হয় উদ্ধারকাজ। ক্রেন নিয়ে এসে নদী থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে টেনে তোলা হয়। দীর্ঘ ক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় পাঁচ জনের মৃতদেহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় গাড়িতে মোট ছ’জন যাত্রী ছিলেন। পাঁচ জনের মৃত্যু হলেও কোনও ভাবে বেঁচে গিয়েছেন ষষ্ঠ জন। ওই মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। নিহতেরা সকলেই একই পরিবারের সদস্য। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঠিক কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement