cia

CIA: সিআইএ-র চরদের খুন করছে, নিজেদের কাজে লাগাচ্ছে চিন, পাকিস্তান: রিপোর্ট

ওই রিপোর্টে দাবি করা হয়েছে, গত কয়েক বছর ধরেই এই ধরনের প্রবণতা চলছে। আমেরিকার কাউন্টার ইন্টেলিজেন্স এ বিষয়ে সিআইএ-কে সতর্কবার্তাও দিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ১১:১৫
Share:

ফাইল চিত্র।

আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ-র হয়ে কাজ করা চরদের ‘শিকার’ করছে একাধিক দেশ। কখনও তাঁদের গ্রেফতার করা হচ্ছে। কখনও খুন করা হচ্ছে। আবার কখনও তাঁদের আমেরিকার বিরুদ্ধেই চর হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর একটি রিপোর্টে।

ওই রিপোর্টে দাবি করা হয়েছে, গত কয়েক বছর ধরেই এই ধরনের প্রবণতা চলছে রাশিয়া, চিন, ইরান এবং পাকিস্তানে। আমেরিকার কাউন্টার ইন্টেলিজেন্স এ বিষয়ে সিআইএ-কে সতর্কবার্তাও দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, চরবৃত্তির জন্য সিআইএ যে সব বিদেশিকে কাজে লাগিয়েছে তাঁদের বন্দি বানানো হচ্ছে অথবা খুন করা হচ্ছে। ফলে বিভিন্ন দেশে গুপ্তচর নিয়োগে আগামী দিনে আমেরিকা বড়সড় সমস্যার মুখে পড়তে পারে বলে কাউন্টার ইন্টেলিজেন্স-এর দাবি।

Advertisement

রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, অনেক ক্ষেত্রে ওই চরদের পাল্টা আমেরিকার বিরুদ্ধে কাজে লাগানোর প্রক্রিয়াও শুরু হয়েছে রাশিয়া, চিন, ইরান এবং পাকিস্তানে। ‘ডবল এজেন্ট’ হিসেবে কাজ করতে বাধ্য করানো হচ্ছে ওই চরদের। যা আমেরিকার চরবৃত্তির ক্ষেত্রে ভয়ানক প্রভাব ফেলতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement