Cyber Attack

আমেরিকার নাগরিকদের ‘ভাতে মারা’র চেষ্টা! অর্থ দফতরে চিনা হ্যাকার হানা, তথ্য চুরির আশঙ্কা

কী ভাবে হ্যাকারেরা আমেরিকার অর্থ দফতর সিস্টেমে ঢুকে পড়ল, তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা পরিষেবা দেওয়া সংস্থার মাধ্যমে হ্যাকারেরা অর্থ দফতরের কর্মীদের কম্পিউটার হ্যাক করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ০৯:০০
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

চিনা হ্যাকারদের কবলে এ বার আমেরিকার অর্থ দফতর! সোমবার আমেরিকার অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, চলতি মাসের শুরুতেই আচমকা তাদের সিস্টেমে হানা দিয়েছিলেন কিছু অজানা হ্যাকার। অর্থ দফতরের কর্মীদের কম্পিউটারে উঁকি দেন তাঁরা। আশঙ্কা, তথ্য চুরি হয়ে থাকতে পারে! জানা যায়, চিনের ‘সরকার মদতপুষ্ট’ হ্যাকাররাই এ হেন কাণ্ড ঘটিয়েছেন।

Advertisement

কী ভাবে হ্যাকারেরা আমেরিকার অর্থ দফতর সিস্টেমে ঢুকে পড়ল, তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, সাইবার নিরাপত্তা পরিষেবা দেওয়া সংস্থার মাধ্যমে হ্যাকারেরা অর্থ দফতরের কর্মীদের কম্পিউটার হ্যাক করেন। প্রযুক্তিগত পরিষেবা প্রদানের জন্য ব্যবহৃত একটি ক্লাউড-ভিত্তিক পরিষেবার সাহায্যে হামলা চালান। কোনও ভাবে সেই পরিষেবার মধ্যে দিয়ে হ্যাকারেরা অর্থ দফতরের সিস্টেমে ঢুকে পড়েন। আমেরিকার তরফে এই হামলাকে ‘বড় ঘটনা’ বলে উল্লেখ করা হয়েছে। অর্থ দফতরের তরফে একটি দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘‘আমাদের সিস্টেমে হামলার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে।’’

গত ৮ ডিসেম্বর সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থা ‘বিয়ন্ডট্রাস্ট’ আমেরিকার অর্থ দফতরকে সাইবার হানার বিষয়ে সচেতন করে। তার পরই নড়েচড়ে বসে আমেরিকার অর্থ দফতর। সমস্ত রকম সাইবার নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়। সিআইএসএ এবং এফবিআইকে বিষয়টি জানানো হয়।

Advertisement

সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার অর্থ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘বিয়ন্ডট্রাস্ট’-এর পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। যদিও হ্যাকারেরা দ্বিতীয় বার হানা দেওয়ার চেষ্টা করেননি। সে দিক থেকে বিষয়টি সুরক্ষিত করা সম্ভব হয়েছে বলে জানান ওই আধিকারিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement