ফাইল চিত্র।
সামনেই বড়দিন। কিন্তু করোনা পরিস্থিতিতে কি এ বার স্বাভাবিক থাকবে উৎসবের আবহ? এক শিশু ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে চিঠি লিখে জানতে চাইল এ কথা। আট বছরের মন্টি তার খাতা থেকে একটি পাতা ছিড়ে নিয়ে চিঠি লিখেছিল প্রধানমন্ত্রীকে। তার প্রশ্ন, এ বছর ‘ফাদার ক্রিসমাস’ উপহার নিয়ে আসবে কি না! ১০, ডাউনিং স্ট্রিটে সেই চিঠি পৌঁছনোর সঙ্গে সঙ্গেই চিঠির উত্তর দিয়েছেন বরিস। তিনি লিখেছেন, ‘‘তোমার এই প্রশ্ন হাজার হাজার শিশুর মনে ঘুরছে। তাই আমি একটুও দেরি না-করে উত্তর মেরুতে ফোন করেছিলাম। ফাদার ক্রিসমাস আসছেন। সঙ্গে আনছেন রুডলফ এবং অন্য সব বল্গা হরিণ।’’ বরিস মন্টিকে আশ্বস্ত করেছেন, ‘‘চিফ মেডিক্যাল অফিসার বলছেন, তুমি ও ফাদার ক্রিসমাস নিয়ম মেনে চললে কারও ভয়ের কোনও কারণ নেই।’’
টুইটারে মন্টির হাতের লেখা সেই চিঠি ও নিজের উত্তর পোস্ট করেছেন বরিস। মন্টি লিখেছে, ‘‘আমার আট বছর বয়স। আপনি এবং সরকার আগামী বড়দিনে সান্টার আসা নিয়ে কী চিন্তাভাবনা করছেন?’’ তার পরেই খুদের সতর্কবার্তা, ‘‘ফাদার ক্রিসমাস যেন কুকিজ়ের সঙ্গে সকলকে হ্যান্ড স্যানিটাইজ়ারও দেন। আমি জানি আপনি খুবই ব্যস্ত। কিন্তু আপনি এবং বিজ্ঞানীরা দয়া করে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।’’