programme

‘ছায়ানট’-এর বর্ষবরণ এ বার ডিজিটাল মাধ্যমে

অনুষ্ঠানটি পয়লা বৈশাখ সকাল ৭টায় (বাংলাদেশের সময় অনুসারে) সম্প্রচার করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ১৮:৩০
Share:

পয়লা বৈশাখের এ দৃশ্য এ বছর আর দেখা যাবে না রমনার বটবৃক্ষে। —ফাইল চিত্র।

করোনা-আতঙ্কে এ বছর বর্ষবরণের উৎসব ও মিলনমেলা থেকে সরে দাঁড়িয়েছে ‘ছায়ানট’। তবে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হতে চলা একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে তারা। এই অনুষ্ঠানের মাধ্যমেই তারা বর্ষবরণের আমেজ ধরে রাখতে চাইছে।

Advertisement

গত কয়েক বছর ধরে রমনার বটবৃক্ষের নীচে বর্ষবরণ উপলক্ষে যে সব অনুষ্ঠান ‘ছায়ানট’ আয়োজন করেছিল, সে সবের একটি নির্বাচিত ভিডিয়ো দিয়েই সাজানো হয়েছে এই অনুষ্ঠান। সংস্থার সভাপতি সনজিদা খাতুনের বক্তব্যের মধ্যে দিয়েই শেষ হবে ‘ছায়ানট’-এর পরিবেশনা।

অনুষ্ঠানটি ‘বিটিভি’-র সম্প্রচার কেন্দ্র থেকে পয়লা বৈশাখ সকাল ৭টায় (বাংলাদেশের সময় অনুসারে) সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি একই সঙ্গে ‘ছায়ানট’-এর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ছায়ানট ডিজিটাল প্ল্যাটফর্ম’ bit.ly/chhayanaut-এ সম্প্রচারিত হবে।

Advertisement

আরও পড়ুন: মুজিব-হত্যার আসামির মৃত্যু-পরোয়ানা জারি

সব রেকর্ড ভেঙে ১০৭ বছরের মহিলা হারিয়ে দিলেন করোনাভাইরাসকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement