Minorities of Bangladesh

চট্টগ্রামে নির্যাতনে নিশানা সংখ্যালঘুরা, উদ্বেগ জানাল দিল্লি

বুধবার সেনা বাহিনী ও পুলিশ আলাদা আলাদা সাংবাদিক বৈঠকে জানায়— বুধবার ওসমান আলি নামে এক ব্যবসায়ী ফেসবুকে ইসকন-এর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ০৮:৫৯
Share:

বাংলাদেশে অশান্তি। —ফাইল চিত্র।

চট্টগ্রামে হাজারি গলিতে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাল ভারতের বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার জানান, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা নির্যাতন হচ্ছে। সমাজমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে হিংসা ছড়ায়। সংখ্যালঘুদের দোকানপাট লুট হচ্ছে। সংখ্যালঘু ধর্মীয় সংগঠনগুলিকে নিশানা করে সমাজমাধ্যমে হিংসাত্মক বার্তাও ছড়ানো হচ্ছে। মুখপাত্র বলেন, “বাংলাদেশ সরকারের কাছে আবার অনুরোধ, হিন্দুদের সুরক্ষার জন্য গঠনমূলক পদক্ষেপ করুন। ব্যবস্থা নেওয়া হোক চরমপন্থীদের বিরুদ্ধেও।”

Advertisement

বুধবার সেনা বাহিনী ও পুলিশ আলাদা আলাদা সাংবাদিক বৈঠকে জানায়— বুধবার ওসমান আলি নামে এক ব্যবসায়ী ফেসবুকে ইসকন-এর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেন। সংখ্যালঘু সম্প্রদায় জোট বেঁধে তাঁর দোকানে প্রতিবাদ করতে গেলে ওসমান পুলিশে খবর দেন। পুলিশ ও সেনারা এসে তাঁকে সরিয়ে নিয়ে গেলেও জনতার সঙ্গে যৌথ বাহিনীর হাতাহাতি হয়। এই গলিতে পর পর অলঙ্কার ও ওষুধের দোকান। পুলিশের অভিযোগ, কেউ অলঙ্কারের কাজে ব্যবহৃত অ্যাসিড যৌথ বাহিনীর সদস্যদের দিকে ছোড়ে। ইটও ছোড়া হয়। কয়েক জন পুলিশ ও সেনা সদস্য আহত হন। এর পরেই দুষ্কৃতীদের ধরতে বড় বাহিনী নিয়ে হাজারি গলিতে অভিযান চালায় যৌথ বাহিনী।

বাসিন্দাদের অভিযোগ, যৌথ অভিযানের নামে সংখ্যালঘু যুবকদের প্রচণ্ড মারধর করে সেনারা। গভীর রাত পর্যন্ত তাণ্ডব চালায় তারা। সিসিটিভি-র ক্যামেরাগুলি ভেঙে দেয় তারা। ঘরে ঘরে ঢুকে ভাঙচুর করে। অভিযোগ, একের পর এক অলঙ্কারের দোকান লুট করা হয়েছে। শেষ রাতে দোকানগুলি সিল করে দিয়ে চলে যায় বাহিনী। ৮০ জনকে আটক করে। এ দিন সকালে ৫৩ জনকে গ্রেফতার করে বাকিদের পরিবারের হাতে তুলে দেয়। এই ৫৩ জন এবং অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে পুলিশ মামলা করেছে। এ দিকে এ দিন বেলা ১০টা থেকে পুলিশ এক জন ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে হাজারি গলিতে গিয়ে দোকানগুলির দরজার সিল ভেঙে দেয়। অভিযোগ, দোকানের সিসিটিভি-র হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়া হয়। ‘দোকানে কোনও ক্ষয়ক্ষতি হয়নি’ এমন বয়ানে মুচলেকাও নেওয়া হয়।

Advertisement

এ দিন ৬০-৭০ জন সংখ্যালঘু আইনজীবী চট্টগ্রাম মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতে ধৃত যুবকদের পক্ষে সওয়াল করেন। অভিযোগ উঠেছে, হেফাজতে চোখমুখ বেঁধে তাঁদের নির্দয় ভাবে মারধর করেছে সেনারা। আদালতে হাজির করা ৫৩ জনেরই শরীর জুড়ে মারের দাগ ছিল। অনেকের উঠে দাঁড়ানোর শক্তি ছিল না। এক আইনজীবী অভিযোগ করেন, ধৃত তরুণদের অনেকেই নাবালক হওয়া সত্ত্বেও তাঁদের বয়স দেশি দেখিয়ে মামলায় আসামি করা হয়েছে। মারের সময়ে সাম্প্রদায়িক গালাগালিও দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট আসামিদের জেল হেফাজতে পাঠিয়ে দেন।

এ দিনই ঢাকার আদালতে নজিরবিহীন ঘটনা ঘটে প্রাক্তন মন্ত্রী ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমির হোসেন আমুকে আদালতে তোলার পরে। বর্ষীয়ান এই নেতাকে খুনের মামলায় জড়িয়েছে পুলিশ। সরকারি কৌঁসুলি তাঁর বিরুদ্ধে অভিযোগটি পাঠ করে ১০ দিন পুলিশ হেফাজতের আর্জি জানান। আমুর আইনজীবী স্বপন রায়চৌধুরী এর পরে সওয়াল শুরু করা মাত্র আদালতে উপস্থিত বিএনপি সমর্থক আইনজীবীরা তাঁকে কলার ধরে বেদম মার শুরু করেন। তাঁকে আদালত কক্ষের বাইরে নিয়ে গিয়ে লাথি ঘুষি মারা হয়। বিচারক আমুকে বলেন নিজেই সওয়াল করতে। আমু বলেন, “ভয়ঙ্কর দিন এসেছে বাংলাদেশে। কথা বলার উপায় নেই, তাই আমি কিছুই বলতে চাই না।” বিচারক তাঁকে ৬ দিন পুলিশ হেফাজতে পাঠান।

ঋত্বিকের ভিটেয়: রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটে আগেই ভেঙে দিয়‌েছে জমির একাংশে গড়ে তোলা সরকারি হোমিওপ্যাথি কলেজ। অবশিষ্ট একটি দেওয়ালে তাঁর সিনেমার নাম নিয়ে দেওয়াল চিত্র এঁকে অনুষ্ঠান করে বুধবার ঋত্বিকের জন্মদিন পালন করে ফিল্ম সোসাইটি। বৃহস্পতিবার সেই চিত্র মুছে ফেলতে নির্দেশ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement