Viral Video

একসঙ্গে হামলা, তবু ‘রহস্যময়’ ক্ষুদ্র প্রাণীকে হারাতে হিমশিম খেল তিন চিতাবাঘ! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভি়ডিয়োয় দেখা গিয়েছে, একটি হানি ব্যাজারের সঙ্গে লড়াইয়ে নেমেছে তিনটি চিতাবাঘ। আকারে ছোট প্রাণীটির উপর এক যোগে আক্রমণ চালাচ্ছে চিতাবাঘগুলি। অন্য দিকে হানি ব্যাজারটি নির্ভীক ভাবে লড়াই চালাচ্ছে তাদের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১০:৫৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

একার শক্তিতে কাজ হয়নি। তিন চিতাবাঘ মিলে হামলা চালিয়েছিলে ‘রহস্যময়’ খুদে প্রাণীর উপর! তবে তিন জনে মিলেও খুদে প্রাণীটিকে হারাতে হিমশিম খেতে হল। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। হইচই পড়েছে ভাইরাল ভিডিয়োটিকে কেন্দ্র করে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছিল, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভি়ডিয়োয় দেখা গিয়েছে, একটি হানি ব্যাজারের সঙ্গে লড়াইয়ে নেমেছে তিনটি চিতাবাঘ। আকারে ছোট প্রাণীটির উপর একযোগে আক্রমণ চালাচ্ছে চিতাবাঘগুলি। অন্য দিকে হানি ব্যাজারটি নির্ভীক ভাবে লড়াই চালাচ্ছে তাদের সঙ্গে। পাল্টা আক্রমণও করছে। ভয়ে পিছু হঠার বদলে চিতাবাঘগুলির উপর ঝাঁপিয়ে পড়ছে সে। প্রাণীটিকে হারাতে রীতিমতো নাস্তানাবুদ হতে হচ্ছে হিংস্র চিতাবাঘগুলিকে। তবে লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতল তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজিং’ নামের এক্স হ্যান্ডল থেকে। মঙ্গলবার পোস্ট করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করে এক নেটাগরিক লিখেছেন, ‘‘কী ভাবে সম্ভব! কী করে একটি ক্ষুদ্র প্রাণীর সঙ্গে লড়াইয়ে পেরে উঠছে না চিতাবাঘগুলি?’’

Advertisement

উল্লেখ্য, হানি ব্যাজার বা র‍্যাটেল দেখতে পাওয়া যায় আফ্রিকা, দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে। এরা শক্ত চামড়ার স্তন্যপায়ী প্রাণী। বনের অন্যতম নির্ভীক প্রাণী হিসাবে খ্যাতি রয়েছে প্রাণীটির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement