‘উৎসব’-এর প্রতিমা। —নিজস্ব চিত্র।
আকাশে-বাতাসে এখন উৎসবের ছোঁয়া। মা শুধু আজ বাংলার মাটিতেই সীমাবদ্ধ নন, সুদূর বুর্জ খলিফার দেশে দুবাইয়ের মাটিতে উৎসবের আঙিনায় আনন্দের ঢেউ এসে পড়েছে। দুবাই এর ‘উৎসব’-এর আয়োজনে আমাদের এখানেও শারদোৎসব চলছে। কিন্তু আজ শুধু আমরা আনন্দে মেতে উঠতে পারিনি। মায়ের কাছে চাইছি, অসুর নামক জীবের ধংস হোক, মায়ের কাছে সৃষ্টির সর্বমঙ্গল কামনা করছি আমরা।
বাঙালির অনুষ্ঠান সম্পূর্ণ হতেই পারে না নাচ, গান এবং খাওয়া ছাড়া। আমাদের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আছেন যেমন, তেমনই আছেন আধুনিক অসুর, আবার আমাদের ছোট ছোট বন্ধুদের নাচের ছন্দে পঞ্চাশোর্ধরাও তাল মেলাতে ভোলেন না।
গত দু ’মাসের বহু পরিশ্রমের পরে একটি সুন্দর আয়জন গড়ে উঠেছে। ‘উৎসব’-এর আয়োজনে এ বছর মা এসেছেন কনক শক্তি রূপে। তাঁকে সোনার গয়নায় ভূষিত করা হয়েছে, পরণে বেনারসী। বলপ্রদায়িনী মা জেগে উঠবেন, এই আমাদের প্রার্থনা।