ধূমপায়ীদের সংখ্যা কমাতে বদ্ধ্পরিকর কানাডা। ফাইল চিত্র।
এ বার শুধু সিগারেটের প্যাকেটেই নয়। এমন সতর্কীকরণ লেখা থাকবে প্রতিটি সিগারেটেই গায়েই। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। সিগারেটের প্যাকেটে ধূমপানের ক্ষতিকর প্রভাব সংক্রান্ত ছবি দীর্ঘদিন দিয়ে কোনও ফল না পাওয়ায় বিষয়টি নিয়ে আরও কড়া মনোভাব নিয়েছে সে দেশের সরকার। সে ক্ষেত্রে কানাডাই হবে প্রথম দেশ যারা এমন সিদ্ধান্ত নিল।
দু’দশক আগে সিগারেটের প্যাকেটে ধূমপানের ক্ষতিকর পরিণতি সংক্রান্ত ছবি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নজির সৃষ্টি করেছিল কানাডা। সে দেশের মানসিক স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ক্যারোলিন বেনেট বলেন, ‘‘আমরা মনে করি ওই ছবি তার বিশেষত্ব হারিয়েছে। এর মানুষের মনে এক প্রভাবও কমে গিয়েছে। তবে বিষয়টি নিয়ে আমাদের উদ্বেগ রয়েই গিয়েছে। এ নিয়ে পদক্ষেপ, তাই জরুরি।’’
আগামী বছরের দ্বিতীয় ভাগ থেকে প্রতিটি সিগারেটে সতর্ক বার্তা দেওয়া হতে পারে। কী লেখা থাকবে সেখানে? তারও ইঙ্গিত দিয়েছেন বেনেট। ‘প্রতি টানেই বিষ’— এই ধরনের কোনও বার্তা লেখা থাকতে পারে।
কানাডায় এখন ১০ শতাংশের মতো মানুষ ধূমপানে আসক্ত। তাঁদের মধ্যে ২০ বা তার বেশি যাঁদের বয়স, তাঁরাই ১১ শতাংশ। ১৫ থেকে ১৯ বছর বয়সিরা ৫ শতাংশ। কানাডার লক্ষ্য ২০৩৫ এর মধ্যে ধূমপায়ীর শতাংশ অর্ধেকে নামিয়ে আনা।