সমস্যায় ট্রুডো

কানাডার মন্ত্রিসভার আরও এক সদস্য ইস্তফা দিলেন। যা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কপালে নতুন করে ভাঁজ ফেলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

মন্ট্রিয়ল শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০২:৩৩
Share:

কানাডার মন্ত্রিসভার আরও এক সদস্যের ইস্তফায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কপালে নতুন করে ভাঁজ পড়েছে। ছবি: রয়টার্স।

আর ক’দিন বাদেই নির্বাচন। এর মধ্যেই কানাডার মন্ত্রিসভার আরও এক সদস্য ইস্তফা দিলেন। যা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কপালে নতুন করে ভাঁজ ফেলেছে।

Advertisement

গত মাসে ইস্তফা দিয়েছিলেন উইলসন রেবুল্ড নামে এক মন্ত্রী। এ বার পদত্যাগ করলেন তাঁরই ঘনিষ্ঠ আর এক মন্ত্রী জেন ফিলপট। জেনের বক্তব্য, ইস্তফার আগে বিচারমন্ত্রী উইলসন অভিযোগ করেছিলেন, একটি দুর্নীতি মামলা নিয়ে সরকার তাঁর উপরে অবৈধ ভাবে চাপ সৃষ্টি করছে। সেই ঘটনায় ট্রুডো সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জেন।

তার পরেই ইস্তফার সিদ্ধান্ত নেন তিনি। জেনের অভিযোগকে তিনি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement