ফাইল চিত্র।
আবারও বিমানে বিপত্তি! মাঝআকাশে বিমানে পোড়া গন্ধ ছড়ানোয় আতঙ্ক। কালিকট-দুবাই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানকে নামানো হল মাসকাটে।
জানা গিয়েছে, বিমানের কেবিনে পোড়া গন্ধ পাওয়া যায়। তার জেরেই আতঙ্ক ছড়ায়। সূত্রের খবর, বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া দেখা যায়নি। তেল বা জ্বালানির গন্ধও পাওয়া যায়নি। কিন্তু কী কারণে পোড়া গন্ধ, মাসকাটে অবতরণের পর তা খতিয়ে দেখেন ইঞ্জিনিয়াররা।
অন্য দিকে, রবিবারই ইন্ডিগোর একটি বিমানে বিপত্তি ঘটে। শারজাহ-হায়দরাবাদ বিমানকে করাচির বিমানবন্দরে নামানো হয় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। যান্ত্রিক গোলযোগের জেরেই পাইলট এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। ঠিক কী গোলযোগ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গত ৫ জুলাই যান্ত্রিক গোলযোগের জেরে দিল্লি-দুবাইগামী স্পাইসজেটের বিমানও করাচি বিমানবন্দরে নেমেছিল।