বাংলাদেশে দু’টি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১৫

বাংলাদেশের উত্তরাঞ্চলে দু’টি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১৫ জনের। আহত হয়েছেন আরও ৫০ জন। রবিবার ভোরের ঘটনা। পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ১২৫ কিলোমিটার দূরে সিরাজগঞ্জ জেলায় বঙ্গবন্ধু সেতুর কাছে রংপুরগামী এবং ঢাকাগামী দু’টি বাসের মুখোমুখি ধাক্কা লাগে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৫ ১৩:১১
Share:

বাংলাদেশের উত্তরাঞ্চলে দু’টি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১৫ জনের। আহত হয়েছেন আরও ৫০ জন। রবিবার ভোরের ঘটনা। পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ১২৫ কিলোমিটার দূরে সিরাজগঞ্জ জেলায় বঙ্গবন্ধু সেতুর কাছে রংপুরগামী এবং ঢাকাগামী দু’টি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই দু’টি বাসের চালক-সহ মৃত্যু হয় ১২ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকলবাহিনী। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

সিরাজগঞ্জের ডেপুটি কমিশনার বিলাল হোসেন জানিয়েছেন, ঘটনার তদন্তের জন্য চার-সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, মৃতদের পরিবারকে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement