এই ষাঁড়ই বিক্রি হয়েছে ৩৭ লক্ষ বাংলাদেশি টাকায়। ছবি: এএফপি।
আগামী সপ্তাহে ইদ। সেই উপলক্ষ্যে বাংলাদেশে ছাগল, ভেড়া, গরু, উটের চাহিদা তুঙ্গে। ইদ উপলক্ষ্যে প্রায় এক কোটি পশু হত্যা হবে বলে আন্দাজ। কিন্তু এত প্রাণীর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ‘বস’ নামের একটি অতিকায় ষাঁড়। কারণ, সম্প্রতি যে দামে বিক্রি হয়েছে বস, তা নিয়েই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
বসের জন্ম আমেরিকায়। বছর খানেক আগে সেখান থেকে ঢাকার অদূরে একটি ফার্মে নিয়ে আসা হয় তাকে। বসের পালক মহম্মদ ইমরান হোসেন বলেছেন, ‘‘বসের ওজন প্রায় এক হাজার ৪০০ কেজি।’’ আর নিলামে সেটি বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লক্ষ টাকায়। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তার দাম ৩০ লক্ষ টাকারও বেশি।
এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার মতে, বাংলাদেশে বিক্রি হওয়া গবাদির পশুর দাম অনুসারে এটি একটি নতুন রেকর্ড। বাংলাদেশের এক বস্ত্র কারখানার মালিক ‘বস’কে কিনেছেন বলে জানিয়েছেন মহম্মদ। কিন্তু তাঁর নাম প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: পর্যটকদের গাড়িকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে রাগী হাতি! ভিডিয়ো ভাইরাল