লন্ডনের রাস্তায় দৌড়চ্ছেন হাজার ৩৭ মানুষ। আর পৃথিবী থেকে ২৫০ মাইল উপরে, মহাকাশে, সেই একই ম্যারাথনে ভাগ নিলেন ব্রিটিশ মহাকাশচারী টিম পিক। তবে টিম দৌড়েছেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ভিতরে, একটি ট্রেডমিলে। শূন্য মাধ্যাকর্ষণে দৌড়নোর এই অসাধ্য সাধন করতে ট্রেডমিলের রানিং বেল্টকে ইলাস্টিকের দড়ি দিয়ে কোমরের সঙ্গে বেঁধে নিয়েছিলেন ৪৫ বছর বয়সি এই মহাকাশচারী। ম্যারাথনের নির্ধারিত ২৬.২ মাইল পথ অতিক্রম করতে টিমের লেগেছে ৩ ঘণ্টা ৩৫ মিনিট ২১ সেকেন্ড। আর পৃথিবীতে দৌড়ে প্রথম হয়েছেন কেনিয়ার ইলিউড কিপচোগে। তাঁর লেগেছে ২ ঘণ্টা ৩ মিনিট ৫ সেকেন্ড। দৌড় শুরুর ১০ সেকেন্ড আগে সব প্রতিযোগীর উদ্দেশে একটি গুডলাক ভিডিও মেসেজ পোস্ট করেন টিম। বলেন, ‘‘আশা করি, সকলকে ফিনিশিং লাইনে দেখতে পাব।’’
তাঁর ট্রেডমিল দৌড়ের ছবি টুইট করেছেন টিম নিজেই।